হারিসের চোটে পাকিস্তান দলে ইফতিখার

এক বছর পর ওয়ানডে খেলার হাতছানি মিডল অর্ডার এই ব্যাটসম্যানের সামনে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2023, 01:14 PM
Updated : 29 April 2023, 01:14 PM

অনুশীলনে পাওয়া চোট কাল হলো হারিস সোহাইলের জন্য। নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় পাকিস্তান দলে এসেছেন ইফতিখার আহমেদ।

ওয়ানডে সিরিজের বাকি অংশে হারিসকে না পাওয়ার কথা শনিবার বিবৃতি দিয়ে জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড।

গত বৃহস্পতিবার প্রথম ওয়ানডে শুরুর আগে ফিল্ডিং ড্রিল করার সময় বাজেভাবে পড়ে বাঁ কাঁধে চোট পান হারিস। তাতে খেলতে পারেননি ওই ম্যাচে, শনিবারের ম্যাচেও নেই মিডল অর্ডার এই ব্যাটসম্যান। এবার ছিটকে গেলেন পুরো সিরিজ থেকে।

নিউ জিল্যান্ডের বিপক্ষে গত জানুয়ারির সিরিজ দিয়ে তিন বছর পর পাকিস্তানের ওয়ানডে দলে ফেরেন ৩৪ বছর বয়সী হারিস। চলতি সিরিজের দলে জায়গা ধরে রাখলেও খেলতে পারলেন না কোনো ম্যাচ।

আসছে ওয়ানডে বিশ্বকাপে খেলার সম্ভাবনায় এই চোট বড় ধাক্কা হারিসের জন্য। বৈশ্বিক আসরের আগে আগামী অগাস্টে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান। এরপর রয়েছে কেবল এশিয়া কাপ। ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপ দলের অংশ ছিলেন এখন পর্যন্ত ৪৫ ওয়ানডে খেলা হারিস।

ইফতিখার ক্যারিয়ারের ১০ ওয়ানডের সবশেষটি খেলেছেন গত বছরের এপ্রিলে। এক বছর পর আবার এই সংস্করণে জাতীয় দলের প্রতিনিধিত্ব করার হাতছানি ৩২ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যানের সামনে।

নিউ জিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের শেষ তিন ওয়ানডে আগামী বুধ, শুক্রবার ও ৭ এপ্রিল।