Published : 23 Jan 2024, 09:03 PM
আইসিসির আচরণবিধি ভাঙায় শাস্তি পেয়েছেন মারুফ মৃধা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই পেসারকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। সঙ্গে তার তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
চলমান যুব বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে আগ্রাসী উদযাপন করে এই শাস্তি পেয়েছেন মারুফ। ব্লুমফন্টেইনে গত শনিবার ভারতের ব্যাটিং ইনিংসের ৪৪তম ওভারে ঘটে এই কাণ্ড।
ওভারের প্রথম বলে মারুফকে ছক্কায় ওড়ান ভারতের আরাভেলি আভানিশ। পরের বলে ফের ছক্কার চেষ্টায় বাউন্ডারিতে ধরা পড়েন ব্যাটসম্যান। এরপর আরাভেলির সামনে গিয়ে দুই দফায় ড্রেসিং রুমে ফিরে যাওয়ার ইঙ্গিত করেন মারুফ।
যা চোখ এড়ায়নি ম্যাচের আম্পায়ারদের। পরে তার বিরুদ্ধে আনা হয় আচরণবিধি ভাঙার অভিযোগ। ম্যাচ রেফারি শাইদ ওয়াদভাল্লার দেওয়া শাস্তি মেনে নেন মারুফ। এতে আনুষ্ঠানিক শুনানির কোনো প্রয়োজন হয়নি।
ওই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন মারুফ। ৮ ওভারে ৪৩ রান দিয়ে নেন পাঁচ উইকেট। কিন্তু ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ। ভারতের ২৫১ রান তাড়ায় হারে ৮৪ রানে।