Published : 01 Nov 2023, 09:37 PM
৫৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে সেঞ্চুরি ছয়টি, এর তিনটিতে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন রাসি ফন ডার ডাসেন। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। সেবার তাকে ছাপিয়ে গিয়েছিলেন এইডেন মার্করাম। এবার নিউ জিল্যান্ডের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করা কুইন্টন ডি কককে পেছনে ফেলে নায়ক ফন ডার ডাসেন।
পুনেতে বুধবার নিউ জিল্যান্ডকে ১৯০ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই যুগ পর বিশ্বকাপে কিউইদের বিপক্ষে এটাই তাদের প্রথম জয়। এতে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে টেম্বা বাভুমার দল।
নিউ জিল্যান্ডের বিপক্ষে আসরে নিজের চতুর্থ সেঞ্চুরিতে ১১৬ বলে ১১৪ রান করেন ওপেনার ডি কক। তার সঙ্গে দুইশ রানের জুটি উপহার দেওয়া ফন ডার ডাসেন ফেরেন দলকে তিনশ রানে নিয়ে। ১১৮ বলে ৫ ছক্কা ও ৯ চারে খেলেন ১৩৩ রানের ঝড়ো ইনিংস।
দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ফন ডার ডাসেন, বিশ্বকাপে প্রথমবার।
গত বছর পার্লে ভারতের বিপক্ষে অপরাজিত ১২৯ রানের সৌজন্যে প্রথমবার জিতেছিলেন ম্যাচ সেরার পুরস্কার। পরে সেই বছর জুলাইয়ে চেস্টার-লি-স্ট্রিটে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৩৪ রানের সুবাদে জেতেন দ্বিতীয়বার।
পুনেতে শুরুটা একটু মন্থর ছিল ফন ডার ডাসেনের। পঞ্চাশ ছুঁতে খেলেন ৬১ বল। এরপর গতি কিছুটা বাড়িয়ে ১০১ বলে স্পর্শ করেন সেঞ্চুরি। ফিরে যাওয়ার আগে তোলেন ঝড়। শেষের বিস্ফোরক ব্যাটিংয়েই ৪ উইকেটে ৩৫৭ রান করে দক্ষিণ আফ্রিকা। বড় রান তাড়ায় নিউ জিল্যান্ড থমকে যায় কেবল ১৬৭ রানেই।