বিশ্বকাপে বাজে শুরুর পর অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ পরিবর্তনের পরামর্শ দিলেন ম্যাথু হেইডেন।
Published : 20 Oct 2023, 01:35 PM
শিরোপা পুনরুদ্ধারের অভিযানে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছে বেশ বাজে। তিন ম্যাচে স্রেফ একটি জিতেছে তারা। হেরে যাওয়া দুই ম্যাচে প্রকটভাবে ফুটে উঠেছে ব্যাটিংয়ের ঘাটতি। তাই ব্যাটিং লাইনআপে পরিবর্তন এনে মার্নাস লাবুশেনকে বাইরে রাখার কথা বলছেন দেশটির সাবেক তারকা ম্যাথু হেইডেন।
টেস্ট ক্রিকেটে গত কয়েক বছর ধরেই অস্ট্রেলিয়ার সেরা দুই ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ও লাবুশেন। ব্যাটিং লাইনআপের মূল স্তম্ভও বলা যায় তাদের। তবে ওয়ানডেতে এই দুজনকে একসঙ্গে খেলানো দলের জন্য তেমন ভালো বলে মনে করেন না হেইডেন। সেটি মূলত লাবুশেনের ধীর ব্যাটিংয়ের কারণে।
প্রাথমিকভাবে অবশ্য বিশ্বকাপ দলে ছিলেন না লাবুশেন। ঘটনাচক্রে দক্ষিণ আফ্রিকা সফরে পাওয়া সুযোগ কাজে লাগান তিনি। যার সৌজন্য পেয়ে যান ভারত বিশ্বকাপের টিকেট। বিশ্বকাপে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ১১৩ রান করেছেন লাবুশেনই। তবে স্ট্রাইক রেট স্রেফ ৬৪.৫৭!
এমন অবস্থায় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে হেইডেন বলেছেন, টপ-অর্ডারে ধরে খেলার দায়িত্ব পালনের জন্য স্মিথ থাকায় লাবুশেনকে একাদশে রাখার পক্ষে নন তিনি।
“আমার মনে হয় না, এটি (স্মিথ-লাবুশেন একসঙ্গে খেলা) কাজ করে। আমার এটিও মনে হয় না, তারা (একাদশে) কিছু বদলাবে। আমার কাছে বিষয়টা হলো, তাদের সামনে একজন অ্যাঙ্কর আছে, পেছনেও একজন আছে। সেখান থেকে ইনিংস আটকে যায়। কারণ তারা দুজনই স্থিতিশীল ব্যাটসম্যান।”
“দলে ইনিংস ধরে রাখার জন্য একজন থাকা ঠিক আছে। আমার মতে, রান তাড়া কিংবা লক্ষ্য দেওয়ার সময় টপ-অর্ডারে স্মিথের মতো একজন থাকা গুরুত্বপূর্ণ। আপনার ওই ক্ষুরধার মস্তিষ্কটা দরকার। কিন্তু আপনার যখন পরপর দুজন এমন ব্যাটসম্যান, তখন এটি চাপ সৃষ্টি করে। তাই আমি এখানে একটি পরিবর্তন করতাম।”
হেইডেনের মতে লাবুশেনের জায়গায় বিকল্প হতে পারেন ক্যামেরন গ্রিন। তবে মিডল-অর্ডারের বদলে গ্রিনকে ওপেনিংয়ে দেখতে চান নিজের সময়ের বিস্ফোরক এই ওপেনার।
“ক্যামেরন গ্রিনকে ইনিংসের শুরুতে লাইসেন্স দিয়ে দিন। আমার মতে, সে এমন ছেলে যে কিনা কোনো ফরম্যাটে তেমন প্রয়োজনীয় ছন্দ খুঁজে পায়নি। তবে আইপিএলের সময় আমরা তাকে দেখেছি, তাকে মাঠে নামিয়ে মুক্তভাবে মেরে খেলার লাইসেন্স দিয়ে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স।”
বেঙ্গালোরে শুক্রবার নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।