ব্যাটসম্যানদের রান উৎসবে লাগাম টানতে বাউন্ডারির দৈর্ঘ্য বাড়ানোর পরামর্শ দিয়েছেন ভারতের ব্যাটিং গ্রেট।
Published : 21 Apr 2024, 07:48 PM
ব্যাটসম্যানদের দাপটে এবারের আইপিএল যেন হয়ে উঠেছে বোলারদের বধ্যভূমি। চার-ছক্কার বৃষ্টিতে দলগুলোর দুইশ ছোঁয়া ইনিংসের দেখা মিলছে নিয়মিত। ব্যাট-বলের লড়াইয়ে বোলারদের এমন অসহায়ত্ব ভালো লাগছে না সুনিল গাভাস্কারের। দৃশ্যপটে কিছুটা বদল আনতে তাই বাউন্ডারির দৈর্ঘ্য বাড়ানোর পরামর্শ দিয়েছেন ভারতের ব্যাটিং গ্রেট।
চলমান আইপিএলে শনিবার পর্যন্ত হওয়া ৩৫ ম্যাচে দুইশ ছোঁয়া সংগ্রহ দেখা গেছে ১৫ বার। আর আড়াইশ ছাড়ানো স্কোর হয়েছে পাঁচবার; যার তিনটিই করেছে সানরাইজার্স হায়দরাবাদ। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ ২৮৭ রানের রেকর্ডও তাদের। গত সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এই কীর্তি গড়ে প্যাট কামিন্সের দল।
এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭৭ রান এবং গত শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২৬৬ রান করে সানরাইজার্স। দিল্লির বিপক্ষে ম্যাচেই স্বীকৃত টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে সর্বোচ্চ ১২৫ রানের রেকর্ডও গড়ে তারা।
ব্যাটসম্যানদের এমন দাপটের মাঝে বোলারদের লড়াইয়ের সুযোগ করে দিতেই বাউন্ডারি বাড়ানোর পরামর্শ দিলেন গাভাস্কার। ভারতের সাবেক নারী ক্রিকেটার আঞ্জুম চোপড়ার সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ব্যাটসম্যান ও বোলারদের মধ্যে যতটা সম্ভব প্রতিদ্বন্দ্বিতার জায়গা রাখতে হবে।
“আমি ক্রিকেট ব্যাটে কোনো ধরনের পরিবর্তনের পরামর্শ দেব না। কারণ ব্যাট নিয়মের মধ্যেই আছে। তবে আমি অনেক দিন ধরেই বলে আসছি, প্রতিটি মাঠের সীমানা বাড়ানোর কথা। আজকের এই মাঠের (দিল্লির মাঠ) দিকেই তাকালে দেখা যাবে, এখানে বাউন্ডারি দড়ি আরও কয়েক মিটার পেছানোর যথেষ্ট জায়গা আছে। বাউন্ডারি বাড়ালে ক্যাচ ও ছক্কার পার্থক্য বোঝা যায়। এলইডি কিংবা বিজ্ঞাপন বোর্ড পিছিয়ে ২–৩ মিটার বাউন্ডারি বাড়ানো যেতেই পারে, যা পার্থক্য গড়ে দেবে। নয়তো কেবল বোলারদেরই ভুগতে হবে।”
গাভাস্কারের মতে, এখন টি-টোয়েন্টি হয়ে উঠেছে ব্যাটসম্যানদের খেলা। এখন নেট অনুশীলনের মতোই ম্যাচে ব্যাটিং করে সবাই। এই জায়গায় লাগাম না টানলে উত্তেজনা হারাবে এই সংস্করণ।
“নেট অনুশীলনে কোচ ‘এটাই শেষ রাউন্ড’ বলার পর সবাই যেভাবে সমানে মারতে শুরু করে, আউট হলো কি হলো না সে সব ভুলে গিয়ে- গত কয়েক দিন ধরে টি–টোয়েন্টি ক্রিকেটে আমরা তেমন কিছুই দেখছি। একটা পর্যায় পর্যন্ত এমন খেলা ভালো লাগে। কিন্তু এরপর আর উত্তেজনা কাজ করে না। আমি আরও কঠিন শব্দ ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু করব না।”