মৃদু উপসর্গ রয়েছে আয়ারল্যান্ড ক্রিকেটার জর্জ ডকরেলের।
Published : 23 Oct 2022, 12:19 PM
করোনাভাইরাস ছোবল দিয়েছে আয়ারল্যান্ড শিবিরে। আক্রান্ত হয়েছেন দলটির স্পিনিং অলরাউন্ডার জর্জ ডকরেল। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে খেলছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে করোনাভাইরাস নিয়ম শিথিল করেছে আইসিসি। কোনো ক্রিকেটার কোভিড-১৯ পজিটিভ হলেও ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন তিনি।
হোবার্টে রোববার মুখোমুখি হয়েছে প্রাথমিক পর্ব পেরিয়ে আসা শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। এদিনই ক্রিকেট আয়ারাল্যান্ড বিবৃতি দিয়ে জানায়, ডকরেলের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মেলার কথা। স্থানীয়, জাতীয় ও আইসিসির নির্দেশনা মেনে চলছেন তিনি।
মৃদু উপসর্গ রয়েছে ডকরেলের। দলের একজন চিকিৎসক প্রোটোকল অনুসারে তার চলাফেরার ব্যাপারটি দেখছেন। আইসিসির চিফ মেডিকেল অফিসার, শ্রীলঙ্কা দল ও স্টেডিয়াম স্টাফদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
কার্টিস ক্যাম্পারের বিদায়ের পর একাদশ ওভারে ব্যাটিংয়ে নামেন ডকরেল। ১৬ বলে ১৪ করে তিনি বোল্ড হন মাহিশ থিকশানার বলে।
আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, কোভিড-১৯ আক্রান্ত হওয়া ক্রিকেটারের অবস্থা ও ম্যাচে তার অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বায়োসেফটি অ্যাডভাইসরি গ্রুপ।
কোভিড-১৯ পজিটিভ হলেও ম্যাচে অংশগ্রহণ ও অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা। তবে দলের বাকিদের কাছ থেকে দূরে থাকার জন্য তাকে ম্যাচ এবং প্রশিক্ষণের দিনে আলাদাভাবে ভ্রমণ করতে হবে।
করোনাভাইরাস আক্রান্ত হওয়া সত্ত্বেও মাঠে নামার নজির আগেও দেখা গেছে। কোভিড-১৯ পজিটিভ হয়ে কমনওয়েথ গেমসের ফাইনালে ভারতের বিপক্ষে খেলেছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার তাহলিয়া ম্যাকগ্রা। আন্তর্জাতিক ক্রিকেটে সেটিই ছিল প্রথম ঘটনা।