আইপিএল
Published : 04 May 2025, 07:00 PM
শেষ ওভারের রোমাঞ্চে তখন ম্যাচ। ক্রিজে মাহেন্দ্র সিং ধোনির মতো অভিজ্ঞ ব্যাটসম্যান। তাকে দ্রুত ফিরিয়ে ম্যাচের লাগাম হাতে নেওয়াই ওই মুহূর্তে যেকোনো বোলারের লক্ষ্য থাকার কথা। সেটা করলেনও ইয়াশ দায়াল। তবে এই পেসার বললেন, ধোনির উইকেট নেওয়ার কোনো উদ্দেশ্যই ছিল না তার।
আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ২ রানের রোমাঞ্চকর জয়ের নায়ক ছিলেন দায়াল। শেষ ৬ বলে ১৫ রানের সমীকরণ প্রতিপক্ষকে মেলাতে দেননি তিনি।
শেষ ওভারটিতে দায়ালের ওপর আস্থা রাখেন বেঙ্গালুরু অধিনায়ক রাজাত পাতিদার। চমৎকার বোলিংয়ে প্রতিদানও দেন দায়াল। ওভারের প্রথম দুই বলে দুটি সিঙ্গল নিতে পারেন ধোনি ও রাভিন্দ্রা জাদেজা।
ওই দুটি বলই ছিল ফুল টস। তৃতীয় ডেলিভারিটিও লো ফুল টস করেন দায়াল। জোরের ওপর সুইপ করেন ধোনি, কিন্তু ব্যাটে খেলতে পারেননি চেন্নাই অধিনায়ক। বল প্যাডে আঘাত করলে এলবিডব্লিউর আবেদন করে বেঙ্গালুরু, তাতে সাড়া দেন আম্পায়ার।
রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ধোনি। ১ ছক্কায় ৮ বলে ১২ রান করে ড্রেসিং রুমে ফেরেন অভিজ্ঞ ক্রিকেটার। ম্যাচ শেষে চেন্নাইয়ের হারের দায় নিজের কাঁধে তুলে নেন ধোনি।
চেন্নাইয়ের বিপক্ষে এম চিন্নাসোয়ামি স্টেডিয়ামে পরপর দুই আসরে ধোনিকে আউট করলেন দায়াল। আগেরবার এই পেসারের বলে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছিলেন চেন্নাইয়ের কিপার-ব্যাটসম্যান।
একই ভেন্যুতে পরপর দুই মৌসুমে ধোনিকে আউট করা নিয়ে ম্যাচ শেষে আইপিএল ওয়েবসাইটে কথা বলেন দায়াল। সেখানেই তুলে ধরেন শেষ ওভার নিয়ে তার ভাবনা।
“ওই মুহূর্তে পরের বলটা কীভাবে করব, সেদিকেই কেবল মনোযোগ ছিল আমার। যেহেতু আমি এটা আগেও করেছি, আমার আত্মবিশ্বাস ছিল যে, হ্যাঁ, আমি (ম্যাচ জেতাতে) পারব।”
“গতবারের উইকেট আর এবারের উইকেটের মধ্যে খুব বেশি পার্থক্য ছিল না। গতবার (ধোনি) ক্যাচ আউট হয়েছিল, এবার ইয়র্কারে (লো ফুল টস) এলবিডব্লিউ। একমাত্র যে বিষয়টি ছিল, আমাকে ঠিকভাবে ওভারটি শেষ করতে হবে। উইকেট নেওয়ার কোনো উদ্দেশ্য আমার ছিল না। কিভাবে যেন পেয়ে গেছি, এটা আমার সৌভাগ্যের অংশ ছিল।”
ধোনির বিদায়ের পর দায়ালের ‘নো’ বল ছক্কায় উড়িয়ে ম্যাচ জমিয়ে দেন শিভাব দুবে। উত্তেজনার পারদ তখন তুঙ্গে। ৩ বলে চেন্নাইয়ের দরকার ৬। তবে নিজেকে সামলে শেষ তিন বলে স্রেফ ৩ রান দিয়ে বেঙ্গালুরুকে জয়ের বন্দরে পৌঁছে দেন দায়াল।
চেন্নাইয়ের বিপক্ষে এদিন ওই একটি উইকেটই পেয়েছেন দায়াল, ৪১ রান খরচায়। সব মিলিয়ে, আসরে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন তিনি। রান দিয়েছেন ওভারপ্রতি ৯.৬১ করে।
আইপিএলে নিজেদের প্রথম শিরোপার খোঁজে থাকা বেঙ্গালুরু চলতি আসরে দারুণ ছন্দে আছে। চেন্নাইকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে তারা। ১১ ম্যাচে তাদের পয়েন্ট এখন ১৬। আগামী শুক্রবার তাদের পরের ম্যাচ লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে।