জাতীয় ক্রিকেট লিগ
জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে তিন অঙ্কের দেখা পেলেন সাব্বির হোসেন, আর ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে প্রথম ৫ উইকেট নিলেন সফর আলি।
Published : 30 Nov 2024, 08:11 PM
ঝড়ো সেঞ্চুরিতে আসর শুরুর পর মাঝের ম্যাচগুলোতে বড় ইনিংসের দেখা পাননি সাব্বির হোসেন। লিগের শেষ ম্যাচে আবার তার ব্যাট থেকে এলো শতরানের ইনিংস। একই দিনে রাজশাহীর ব্যাটারদের ভুগিয়ে ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট পেলেন সফর আলি।
জাতীয় ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডে সাব্বিরের সেঞ্চুরির দিন পঞ্চাশছোঁয়া ইনিংস খেলেন এনামুল হক, হাবিবুর রহমান, সোহাগ গাজীরা। আর বল হাতে আলো ছড়ান রকিবুল হাসান, আরিফ আহমেদরা।
সাব্বিরের সেঞ্চুরি, সফরের ৫ উইকেট
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সাব্বির হোসেনের সেঞ্চুরি ও হাবিবুর রহমানের ফিফটির পরও বেশি দূর যেতে পারেনি রাজশাহী। সফর আলির ৫ উইকেটে তাদের ২২৬ রানে গুটিয়ে দিয়েছে সিলেট।
পরে দিন শেষে ২ উইকেট হারিয়ে ৪৯ রান করেছে সিলেট। ১৭৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে দলটি।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করেন হাবিবুর ও সাব্বির। ৯৮ বলে ১০৯ রানের জুটি গড়েন তারা। ৯ চার ও ১ ছক্কায় ৫৩ বলে ৫৭ রান করে ফেরেন হাবিবুর।
একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরির পথে এগিয়ে যান সাব্বির। প্রথম শ্রেণির ক্যারিয়ারে তৃতীয় শতক ছুঁতে ১১৬ বল খেলেন ২৭ বছর বয়সী ওপেনার। ২৬ বছর বয়সী পেসার সফরের ভেতরে ঢোকা ডেলিভারিতে এলবিডব্লিউ হন তিনি ১১ চার ও ৩ ছক্কায় ১১৬ রান করে।
সাব্বির, হাবিবুর ছাড়া রাজশাহীর আর কোনো ব্যাটসম্যান টিকতে পারেননি। মাত্র ২১ রানে শেষ ৬ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় তারা।
ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে নামা সফর ৬৯ রানে নেন ৫ উইকেট। এছাড়া তোফায়েল আহমেদের শিকার ৪টি।
শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে তৌফিক খান ও মুবিন আহমেদের উইকেট হারায় সিলেট।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)
রাজশাহী ১ম ইনিংস: ৬০.৫ ওভারে ২২৬ (হাবিবুর ৫৭, সাব্বির ১১৬, মেহেরব ৮, শাকির ১১, প্রিতম ৩, ফরহাদ ৭, কামরান ১০, ওয়াসি ২, নিহাদউজ্জামান ২, শফিকুল ২, আসাদুজ্জামান ১*; সফর ১৪-০-৬৯-৫, নাবিল ১৯-৩-৫১-১, তোফায়েল ১০.৫-০-৪০-৪, নাঈম আহমেদ ১১-১-৩৮-০, নাঈম হোসেন ৬-০-২৮-০)
সিলেট ২য় ইনিংস: ১৯ ওভারে ৪৯/২ (পিনাক ১৯*, তৌফিক ১৭, মুবিন ০, অমিত ১১*; শফিকুল ৭-৩-১০-২, আসাদুজ্জামান ৫-১-২৩-০, সাব্বির ৪-২-১০-০, নিহাদউজ্জামান ২-১-২-০, মেহেরব ১-০-২-০)
ফজলে মাহমুদ ও সোহাগের ফিফটি
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে ফজলে মাহমুদ ও সোহাগ গাজীর ফিফটিতে ২৮৯ রান করেছে বরিশাল।
সাত নম্বরে নেমে ৭৮ রানে অপরাজিত থাকেন সোহাগ। ফজলে মাহমুদের ব্যাট থেকে আসে ৬৪ রান।
টস হেরে ব্যাট করতে নেমে ৬৪ রানে ৩ উইকেট হারায় বরিশাল। চতুর্থ উইকেটে ৫৮ রানের জুটি গড়েন ফজলে মাহমুদ ও সালমান হোসেন। ৩৭ রান করা সালমানের বিদায়ে ভাঙে এই জুটি।
১২৭ বলের ইনিংসে ৭ চারের সঙ্গে ১ ছক্কা মেরে ফেরেন ফজলে মাহমুদ।
পরে মইনুল ইসলামকে নিয়ে সপ্তম উইকেটে ৬৯ রান যোগ করেন সোহাগ। ৯৬ বলের হার না মানা ইনিংসে ২ চারের সঙ্গে ৬টি ছক্কা মারেন সোহাগ।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)
বরিশাল ১ম ইনিংস: ৮৪ ওভারে ২৮৯ (মজিদ ১৮, ইফতেখার ২০, ফজলে মাহমুদ ৬৪, শামসুল ১, সালমান ৩৭, মইন ২৬, সোহাগ ৭৮*, মইনুল ২০, তানভির ১০, রুয়েল ০, মোজাম্মেল ১; সালাউদ্দিন ১৫-৪-৪৬-২, সুমন ১৭-২-৮৭-২, এনামুল ১২-২-৩৩-২, শুভাগত ১৪-৩-৩৬-১, মাহফুজুর ১৭-২-৫৪-১, তাইবুর ৪-১-৯-০, মোসাদ্দেক ৫-০-১৬-১)
ঢাকা ১ম ইনিংস: ১ ওভারে ০/০ (রনি ০*, জিসান ০*; তানভির ১-১-০-০)
চট্টগ্রামকে গুঁড়িয়ে মেট্রোর লিড
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ঢাকা মেট্রোর দুই বাঁহাতি স্পিনারের তোপে ১৬০ রানে গুটিয়ে গেছে চট্টগ্রাম। দিনের খেলা শেষ হওয়ার আগে ৩ উইকেট হারিয়ে ১৬১ রান করেছে মেট্রো।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে নিয়মিত উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। মাত্র ১০১ রানে ড্রেসিং রুমে ফিরে যান ৮ ব্যাটসম্যান। নবম উইকেটে ইনিংসের সর্বোচ্চ ৪৪ রানের জুটি গড়েন আশরাফুল হাসান ও ইফরান হোসেন।
৪টি চার ও ২টি ছক্কায় ৩৬ বলে দলের সর্বোচ্চ ৩৮ রান করেন আশরাফুল।
মেট্রোর পক্ষে ৪টি করে উইকেট নেন দুই বাঁহাতি স্পিনার রকিবুল হাসান ও আরিফ আহমেদ।
পরে মেট্রোর প্রথম চার ব্যাটসম্যানের সবাই ত্রিশ স্পর্শ করেন। তবে সাজঘরে ফেরা কেউই ফিফটি ছুঁতে পারেননি। উদ্বোধনী জুটিতে ৭১ রান যোগ করে মোহাম্মদ নাঈম শেখ ফেরেন ৪২ রানে। আরেক ওপেনার আনিসুল ইসলাম করেন ৪৫ রান।
চার নম্বরে নামা মার্শাল আইয়ুব আউট হন ৩৬ রান করে। দিন শেষে ৩৫ রানে অপরাজিত আইচ মোল্লা।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)
চট্টগ্রাম ১ম ইনিংস: ৪৫.২ ওভারে ১৬০ (সাদিকুর ৫, পারভেজ ১৯, সাদ্দাম ১৯, সাজ্জাদুল ১৫, ইয়াসির ৪, সাব্বির ৬, নাঈম হাসান ১৭, শরিফ ৩, আশরাফুল ৩৮, ইফরান ১৭, এনামুল ১০*; আবু হায়দার ৭-২-২৭-০, মেহেদি ১১-৩-২৬-১, আলআমিন ৪.২-১-১৫-১, রকিবুল ১৬-২-৬২-৪, আরিফ ৭-৩-২৩-৪)
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৩৩ ওভারে ১৬১/৩ (নাঈম ৪২, আনিসুল ৪৫, আইচ ৩৫*, মার্শাল ৩৬, রকিবুল ১*; ইফরান ৯-১-২৬-১, শরিফ ৬-০-৩৬-০, আশরাফুল ৮-১-৪০-০, এনামুল ৫-০-২৫-১, নাঈম হাসান ৫-০-৩৩-১)
খুলনায় বৃষ্টির আগে এনামুলের ফিফটি
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বৃষ্টির কারণে ২৫ ওভারের বেশি খেলা হয়নি। রংপুরের বিপক্ষে ২ উইকেটে ৭৯ রান করতে পারে খুলনা।
রানের খাতা খোলার আগেই ফেরেন অমিত মজুমদার। তিন নম্বরে নেমে রবিউল ইসলাম করেন ১৭ রান।
৬ চার ও ২ ছক্কায় ৭২ বলে ৫০ রানে অপরাজিত আছেন এনামুল হক।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)
খুলনা ১ম ইনিংস: ২৫ ওভারে ৭৯/২ (এনামুল ৫০*, অমিত ০, রবিউল ১৭, মিঠুন ৫*; মুকিদুল ৮-৩-২৫-১, মেহেদি ৬-২-১১-০, আরিফুল ৫-৩-৫-১, নবিন ২-০-৬-০, মামুন ২-০-২২-, নজরুল ১-০-১-০, রিজওয়ান ১-০-৩-০)