সাদা বলের মতো লাল বলেও অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে আকিব জাভেদকে।
Published : 13 Dec 2024, 03:51 PM
পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে জেসন গিলেস্পির ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের ঠিক আগে লাল বলের কোচের পদ থেকে পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বৃহস্পতিবার গভীর রাতে বিবৃতি দিয়ে গিলেস্পির সরে দাঁড়ানোর কথা জানায়। সাদা বলের মতো লাল বলেও অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির সাবেক পেসার আকিব জাভেদকে।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, অ্যাডিলেইডের স্থানীয় সময় শুক্রবার সকাল ছয়টায় দক্ষিণ আফ্রিকার বিমান ধরার কথা ছিল গিলেস্পির। কিন্তু তার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা পিসিবিকে জানিয়ে দেন তিনি। কোচ ও বোর্ডের সম্পর্ক আরও খারাপ হওয়ার চেয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর।
গত মাসেই ইএসপিএনক্রিকইনফোর একটি প্রতিবেদনে বলা হয়, গিলেস্পিকে চাকরিচ্যুত করছে পিসিবি। তিন সংস্করণের দায়িত্বে আনা হচ্ছে আকিবকে। এর পরপরই পিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়, পরের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দায়িত্বে থাকবেন গিলেস্পি। তবে এর পরের ভবিষ্যৎ নিয়ে আর কিছু উল্লেখ ছিল না সেখানে।
পরবর্তীতে কোচ ও বোর্ডের সম্পর্ক আরও খারাপের দিকে চলে যায়। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, লাল বলের হাই-পারফরম্যান্স কোচ টিম নিয়েলসেনের সঙ্গে পিসিবি চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়ার পর ক্ষুব্ধ হন গিলেস্পি। তিনি ক্ষুব্ধ হন কারণ, সিদ্ধান্ত নেওয়ার আগে তার সঙ্গে পরামর্শ করা হয়নি, এমনকি তাকে বলাও হয়নি।
নিয়েলসেন ইএসপিএনক্রিকইনফোকে বলেছিলেন, দায়িত্ব চালিয়ে যেতে পেরে তিনি খুশি এবং দক্ষিণ আফ্রিকা সফরে, এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে পাওয়া যাবে। কিন্তু পিসিবির পক্ষ থেকে এই কোচকে জানিয়ে দেওয়া হয় যে, তাকে আর প্রয়োজন হচ্ছে না।
গত এপ্রিলের শেষ দিকে বেশ ঘটা করে টেস্ট দলের কোচ গিলেস্পির সঙ্গে সাদা বলের ক্রিকেটের কোচ হিসেবে গ্যারি কার্স্টেনের নাম ঘোষণা করেছিল পিসিবি। দায়িত্বের মেয়াদ ছিল দুই বছর। কিন্তু অস্ট্রেলিয়া সফরের আগে গত অক্টোবরে দায়িত্ব ছেড়ে দেন ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতানো কোচ কার্স্টেন। তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির অস্ট্রেলিয়া সফরে কার্স্টেনের জায়গায় সাদা বলের কোচের দায়িত্ব পালন করেন গিলেস্পি।
গত অক্টোবরে আকিবকে নির্বাচক কমিটিতে আনার পর থেকেই মূলত গিলেস্পির সঙ্গে বোর্ডের টানাপোড়েন শুরু। দল নির্বাচন থেকে বিভিন্ন ক্ষেত্রে কোচের ক্ষমতা কমিয়ে একদম সীমিত করা হয়। গিলেস্পি সেটা নিয়ে প্রকাশ্যেই অসন্তুষ্টি জানিয়ে বলেন, তার কাজ এখন স্রেফ ম্যাচের দিনেই সীমাবদ্ধ। আকিবই মূলত পাকিস্তানের ক্রিকেট চালাচ্ছেন বলে পাকিস্তানের সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।
নানা টানাপোড়েনের পর শেষ পর্যন্ত পিসিবির সঙ্গে সম্পর্ক শেষই হয়ে গেল গিলেস্পির।
দক্ষিণ আফ্রিকায় এখন সীমিত ওভারের সিরিজ খেলছে পাকিস্তান। আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে প্রথম টেস্ট। ৩ জানুয়ারি দ্বিতীয় টেস্ট শুরু কেপ টাউনে।