জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজ
টেস্টে আফগান ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ইনিংস খেলার কীর্তি গড়েছেন রেহমাত শাহ।
Published : 28 Dec 2024, 10:22 PM
আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানকে তৃতীয় দিনেও আউট করতে পারল না জিম্বাবুয়ে। দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম দ্বিশতক উপহার দিলেন রেহমাত শাহ। নিজের ইনিংসটি এমন উচ্চতায় নিয়ে গেলেন, যেখানে পৌঁছাতে পারেনি আফগানিস্তানের আর কেউ। সঙ্গে হাশমাতউল্লাহ শাহিদির সেঞ্চুরিতে ভালোই জবাব দিচ্ছে সফরকারীরা।
বুলাওয়ায়োতে দুই দলের প্রথম টেস্টে বইছে রানের জোয়ার। ২ উইকেটে ৪২৫ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে আফগানিস্তান। নিজেদের প্রথম ইনিংসে জিম্বাবুয়ে করেছে ৫৮৬ রান।
টেস্টে আফগানিস্তানের এই রান দ্বিতীয় সর্বোচ্চ। ২০২১ সালে আবু ধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষেই ৪ উইকেটে ৫৪৫ রান করে ইনিংস ঘোষণা করেছিল তারা।
ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিকে দ্বিশতকে রূপ দিলেন রেহমাত। ৩ ছক্কা ও ২৩ চারে ২৩১ রানে অপরাজিত আছেন তিনি। আফগান ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে এটিই সবচেয়ে বড় ইনিংস।
সাদা পোশাকে দেশটির হয়ে আগে একমাত্র দ্বিশতক ছিল শাহিদির। ২০২১ সালে এই জিম্বাবুয়ের বিপক্ষেই ঠিক ২০০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। এবার তার রেকর্ড ভেঙে দিলেন রেহমাত।
জিম্বাবুয়েকে পেলেই জ্বলে ওঠা শাহিদি অপরাজিত আছেন ১৬ চারে ১৪১ রান করে। রেহমাতের সঙ্গে তার অবিচ্ছিন্ন ৩৬১ রানের জুটি যেকোনো উইকেটে আফগানদের রেকর্ড।
অসাধারণ এক কীর্তিও গড়েছে তারা দুজন। ২০১৯ সালের পর এই প্রথম টেস্টে ক্রিকেটে কোনো দল সারাদিনে একটিও উইকেট হারায়নি।
২ উইকেটে ৯৫ রান নিয়ে নতুন দিন শুরু করে আফগানিস্তান। ৪৯ রান নিয়ে খেলতে নামা রেহমাত তৃতীয় বলেই স্পর্শ করেন ফিফটি। এরপর একই গতিতে এগিয়ে যান তিনি। সেঞ্চুরিতে পা রাখেন ১৯৮ বলে।
১৬ রান নিয়ে দিন শুরু করা শাহিদির পঞ্চাশ আসে ১১৬ বলে। ধৈর্যশীল ব্যাটিংয়ে এগোতে থাকেন তিনি সেঞ্চুরি দিকে। ক্যারিয়ারের দ্বিতীয় শতক স্পর্শ করেন ২০১ বলে।
দেড়শ ছোঁয়ার আগে ও পরে মিলিয়ে তিন দফায় জীবন পান রেহমাত। ৮০তম ওভারে শন উইলিয়ামসের বলে তার ক্যাচ ধরতে পারেননি নিয়ামহুরি। তখন ১৩৪ রানে ছিলেন রেহমাত।
ব্লেসিং মুজারাবানির করা ৯৩তম ওভারে তিন বলের মধ্যে আরও দুইবার বেঁচে যান তিনি। প্রথমবার ১৫৩ রানে থাকা ব্যাটসম্যানের ক্যাচ নিতে পারেননি কিপার। পরে সহজ ফিরতি ক্যাচ ছাড়েন বোলার নিজেই।
সুযোগ কাজে লাগিয়ে ৩৭১ বলে দুইশর ঠিকানায় পা রাখেন রেহমাত।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৫৮৬
আফগানিস্তান ১ম ইনিংস: ১২৫ ওভারে ৪২৫/২ (আগের দিন ৯৫/২) (রেহমাত ২৩১*, শাহিদি ১৪১*; মুজারাবানি ২১-৫-৪৬-১, গুয়ান্ডা ১৯-১-৮৬-১, নিয়ামহুরি ১৮-২-৬১-০, উইলিয়ামস ২৭-১-৭৪-০, মাভুটা ২২-০-৮৬-০, বেনেট ১৮-১-৫৪-০)