ঢাকা প্রিমিয়ার লিগে অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল রুমানা আহমেদ, ধারাবাহিক ব্যাটিংয়ে সবার আগে পাঁচশ রান করে ফেললেন ফারজানা হক।
Published : 06 Mar 2025, 07:25 PM
দলের অন্য ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে একপ্রান্ত আগলে রাখলেন ফারজানা হক। আরেকটি পঞ্চাশছোঁয়া ইনিংসে আবাহনী লিমিটেডকে এনে দিলেন লড়িয়ে পুঁজি। নিজে ছুঁয়ে ফেললেন পাঁচশ রানের মাইলফলক। পরে বোলারদের নৈপুণ্যে দারুণ জয় পেল আবাহনী।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেন'স ক্রিকেট লিগে বৃহস্পতিবারের আরেক ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে জেতালেন রুমানা আহমেদ। ব্যাট হাতে সেঞ্চুরির পর বোলিংয়ে ৫ উইকেট নিলেন অভিজ্ঞ অলরাউন্ডার।
দিনের অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবকে হারিয়ে দুই ম্যাচ পর জয়ে ফিরল গুলশান ইয়ুথ ক্লাব।
বিকেএসপির ১ নম্বর মাঠে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) ২২ রানে হারায় আবাহনী। ১৬৬ রানের পুঁজি নিয়ে বিকেএসপিকে ১৪৪ রানে গুটিয়ে দেয় লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
সাত ম্যাচে আবাহনীর এটি পঞ্চম জয়। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তৃতীয়। ছয় ম্যাচে চার জয় নিয়ে পাঁচে বিকেএসপি।
টস জিতে ব্যাটিংয়ে নেমে আবাহনীর পক্ষে একাই লড়াই করেন ফারজানা। ৪৭তম ওভারে ড্রেসিং রুমে ফেরার আগে ১৪১ বলে ৭৯ রানের ইনিংস খেলেন অভিজ্ঞ ব্যাটার।
ফারজানার এটি সপ্তম পঞ্চাশছোঁয়া ইনিংস। এর একটিকে রূপ দিয়েছেন সেঞ্চুরিতে। লিগে এখন পর্যন্ত সাত ইনিংসে ১০১.৪০ গড়ে তার সংগ্রহ ৫০৭ রান। আর কেউ তিনশও ছুঁতে পারেননি।
আবাহনীর কোনো ব্যাটার ২০ রান করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে অতিরিক্ত থেকে। তাই বড় হয়নি দলের সংগ্রহ। বিকেএসপির হয়ে ৩ উইকেট নেন নিশিতা আক্তার।
রান তাড়ায় সুবিধা করতে পারেনি বিকেএসপি। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন সাদিয়া ইসলাম। সাত নম্বরে নেমে ফারজানা ইয়াসমিন কিছুটা চেষ্টা করেন। তার ২০ রানের ইনিংসে পরাজয়ের ব্যবধান কিছুটা কমে।
আবাহনীর পক্ষে রুপা রায়ের শিকার ২২ রানে ৩ উইকেট।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে একাই হারিয়ে দেন রুমানা। ব্যাট হাতে অপরাজিত ১০০ রানের পর বোলিংয়ে মাত্র ১৩ রানে ৫ উইকেট নেন অভিজ্ঞ লেগ স্পিনার।
রুমানার সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৫০ রান করে মোহামেডান। জবাবে মাত্র ৬১ রানে গুটিয়ে যায় খেলাঘর। ১৮৯ রানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
রুমানা ছাড়াও পঞ্চাশছোঁয়া ইনিংস খেলেন শারমিন আক্তার। ৫ চারে তার ব্যাট থেকে আসে ৬৫ রান। রুমানার সঙ্গে শারমিনের তৃতীয় উইকেট জুটির সংগ্রহ ৯৮ রান।
ইউল্যাব ক্রিকেট মাঠে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারায় গুলশান ইয়ুথ। ৭০ রানের লক্ষ্যে ১৮৫ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় তারা। সাত ম্যাচে এটি তাদের পঞ্চম জয়।
পুলিশের ইনিংসে সর্বোচ্চ ১২ রান আসে অতিরিক্ত থেকে। দলের পক্ষে সর্বোচ্চ ১১ রান করেন শিবানি রানি।
গুলশানের পক্ষে ৩টি করে উইকেট নেন রিতু মনি ও আনিসা আক্তার সুবা।
পরে রান তাড়ায় শামিমা সুলতানা ২২, শারমিন আক্তার ছোঁয়া করেন ২১ রান।