ইংলিশ ক্রিকেট
অ্যালেক স্টুয়ার্টের স্ত্রীর সম্মানে কিয়া ওভালের পতাকা অর্ধনমিত রাখে তার সাবেক ক্লাব সারের কর্তৃপক্ষ।
Published : 14 Apr 2025, 08:16 PM
দীর্ঘ এক যুগ ধরে স্তন ক্যান্সারে ভুগে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন ইংল্যান্ড ও সারের সাবেক অধিনায়ক অ্যালেক স্টুয়ার্টের স্ত্রী লিন স্টুয়ার্ট।
তাকে সম্মান জানাতে সোমবার সারের স্টেডিয়াম কেনিংটন ওভালে মিকি স্টুয়ার্ট মেম্বারস প্যাভিলিয়নের পতাকা অর্ধনমিত রাখা হয়। এদিন হ্যাম্পশায়ারের বিপক্ষে সারের ডিভিশন ওয়ান কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচে লিনের স্মরণে সারের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরেছেন।
সারের সঙ্গে স্টুয়ার্ট পরিবারের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। স্টুয়ার্টের বাবা মিকি স্টুয়ার্ট ১৯৫৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে পাঁচশর বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন। আর ইংল্যান্ডকে ১৫ টেস্টে নেতৃত্ব দেওয়া কিপার-ব্যাটসম্যান অ্যালেক স্টুয়ার্ট ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত সারের প্রতিনিধিত্ব করেন।
২০১৩ সালে ক্রিকেট পরিচালক হিসেবে ক্লাবটিতে ফেরেন ৬২ বছর বয়সী স্টুয়ার্ট। পরে স্ত্রীর দেখাশোনার জন্য গত বছর দায়িত্বটি ছেড়ে দেন।
গত বছর কাউন্টি চ্যাম্পিয়নশিপের টানা তৃতীয় শিরোপা জেতে সারে।
স্তন ক্যান্সারেই ২০০৮ সালে পৃথিবী থেকে বিদায় নেন অস্ট্রেলিয়ান পেস বোলিং গ্রেট গ্লেন ম্যাকগ্রার স্ত্রী।