ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন কুইন্টন ডি কক।
Published : 18 Oct 2023, 06:25 PM
বিশ্বকাপে আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে রোহিত শর্মার দুটি বিস্ফোরক ইনিংসের প্রতিফলন পড়েছে র্যাঙ্কিংয়ে। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এক লাফে পাঁচ ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠেছেন ভারত অধিনায়ক। বোলারদের তালিকায় চূড়ায় থাকা জশ হেইজেলউডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ট্রেন্ট বোল্ট।
র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে তৃতীয় স্থানে আছেন কুইন্টন ডি কক। টানা দুই সেঞ্চুরিতে বিশ্বকাপ শুরু করা দক্ষিণ আফ্রিকার এই ওপেনারের সামনে সুযোগ ছিল রেটিং পয়েন্ট আরও বাড়িয়ে নেওয়ার। তবে মঙ্গলবার নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র ২০ রানে আউট হয়ে যান তিনি। ব্যাটিং ধসে ডাচদের কাছে হেরে যায় প্রোটিয়ারা।
রোহিত আসর শুরু করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে শূন্য রানে আউট হয়ে। তবে পরের দুই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৮৪ বলে ১৩১ ও পাকিস্তানের বিপক্ষে ৬৩ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংসের সুবাদে র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে উঠে এলেন তিনি।
১৯ ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠেছেন আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ। ইংল্যান্ডের বিপক্ষে দলের স্মরণীয় জয়ের ম্যাচে ৫৭ বলে ৮০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন এই ওপেনার।
৮৩৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম। দুইয়ে থাকা ভারতের শুবমান গিলের চেয়ে পাকিস্তান অধিনায়ক এগিয়ে আছেন ১৮ পয়েন্টে।
বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দুইয়ে উঠেছেন বোল্ট। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দারুণ বোলিংয়ে নিউ জিল্যান্ডের এই পেসার নেন ২ উইকেট। হেইজেলউড ও বোল্টের মধ্যে ব্যবধান কেবল ১ পয়েন্টের। অস্ট্রেলিয়ান পেসার হেইজেলউডের রেটিং পয়েন্ট ৬৬০।
দুই ধাপ এগিয়ে চারে উঠেছেন আফগানিস্তানের লেগ স্পিনার রাশিদ খান। সাত ধাপ এগিয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজ, তিনি যৌথভাবে পাঁচে আছেন আফগান স্পিনার মুজিব উর রহমানের সঙ্গে।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়কের রেটিং পয়েন্ট ৩৪৩। ৩০০ পয়েন্ট নিয়ে দুইয়ে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নাবি।