Published : 18 Jul 2023, 06:35 PM
ওয়ানডেতে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন নিগার সুলতানা। আর বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে বোলারদের র্যাঙ্কিং উন্নতি হয়েছে পেসার মারুফা আক্তারের।
নারী ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ মঙ্গলবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। ব্যাটারদের তালিকায় চার ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ অধিনায়কের। বোলারদের মধ্যে মারুফা ঢুকেছেন সেরা একশতে।
গত রোববার ভারতকে ওয়ানডেতে প্রথমবার হারানোর কীর্তি গড়ে বাংলাদেশ। মিরপুরে বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে ডাকওয়ার্থ-লুইস ও স্টার্ন পদ্ধতিতে ৪০ রানে জিতে ৩ ম্যাচের সিরিজে এগিয়ে স্বাগতিকরা।
বাংলাদেশকে ১৫২ রানের পুঁজি এনে দেওয়ার পথে ৩ চারে ইনিংসে সর্বোচ্চ ৩৯ রান করেন নিগার। র্যাঙ্কিংয়ে এখন ৩১ নম্বরে এই মিডল অর্ডার ব্যাটার। ৫ চারে ২৭ রান করে এক ধাপ এগিয়ে তার ওপরে ফারজানা হক।
ওয়ানডের ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে অস্ট্রেলিয়ার বেথ মুনি। বোলারদের মধ্যে শীর্ষে ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন।
ভারতকে ১১৩ রানে থামিয়ে দেওয়ার পথে ২৯ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন মারুফা। বোলারদের তালিকায় এখন ঠিক ১০০ নম্বরে ম্যাচ সেরার পুরস্কার জেতা এই পেসার।
বড় লাফ দিয়েছেন সুলতানা খাতুন। ২০ রানে ১ উইকেট নিয়ে ২৫ ধাপ এগিয়ে ৭৮তম স্থানে এই অফ স্পিনার। বাঁহাতি স্পিনে ১ উইকেট নিয়ে নাহিদা আক্তারের অগ্রগতি ৬ ধাপ, আছেন ২৪ নম্বরে।
কোনো উইকেট না পেলেও দুই ধাপ এগিয়ে যৌথভাবে ৮৭তম স্থানে লেগ স্পিনার ফাহিমা খাতুন।
ওয়ানডেতে মেয়েদের অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে চূড়ায় নাটালিয়া সিভার।