প্রায় ১০ বছর পর ইংল্যান্ডকে হারিয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা।
Published : 11 Sep 2024, 03:20 PM
ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে চমৎকার সেঞ্চুরির পুরস্কার আইসিসি র্যাঙ্কিংয়েও পেয়েছেন পাথুম নিসাঙ্কা। ব্যাটসম্যানদের তালিকায় বড় লাফ দিয়েছেন ২৬ বছর বয়সী ওপেনার। ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠেছেন তার কয়েকজন সতীর্থও।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করে আইসিসি। নিসাঙ্কা ছাড়াও ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠেছেন ধানাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, ভিশ্ব ফার্নান্দো ও মিলান রাত্নায়েকে। ক্যারিয়ার সেরা রেটিং পেয়েছেন লাহিরু কুমারা।
গত সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারায় শ্রীলঙ্কা। ২০১৪ সালের পর প্রথমবার ইংলিশদের বিপক্ষে টেস্ট জয়ের ম্যাচে চতুর্থ ইনিংসে ১২৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন নিসাঙ্কা। প্রথম ইনিংসেও তার ব্যাট থেকে আসে ৬৪ রান।
এর সৌজন্যে ৪২ ধাপ লাফিয়ে ক্যারিয়ার সেরা ৩৯ নম্বরে উঠেছেন নিসাঙ্কা। প্রথম ইনিংসে ৬৯ রান করা অধিনায়ক ধানাঞ্জয়া ডি সিলভা তিন ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৩ নম্বরে জায়গা করে নিয়েছেন। লঙ্কান ব্যাটসম্যানদের মধ্যে তিনিই সবার ওপরে।
টেস্ট ক্যারিয়ারের দারুণ শুরু করা কামিন্দু মেন্ডিস ওভালে প্রথম ইনিংসে করেন ৬৪ রান। তিনি এগিয়েছেন ৫ ধাপ। শুবমান গিলের সঙ্গে যৌথভাবে ১৯ নম্বরে অবস্থান করছেন বাঁহাতি ব্যাটসম্যান। তারও এটি ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং।
এছাড়া ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরির সৌজন্যে সাত ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠেছেন ইংল্যান্ড অধিনায়ক ওলি পোপ। উইকেটরক্ষক-ব্যাটসম্যান জেমি স্মিথ ছয় ধাপ এগিয়ে ৩০ নম্বরে জায়গা করে নিয়েছেন।
ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। তবে ২৩ রেটিং পয়েন্ট হারিয়েছেন তিনি। দুইয়ে থাকা কেইন উইলিয়ামসনের (৮৫৯) সঙ্গে তার (৮৯৯) পার্থক্য এখন ৪০ পয়েন্টের।
এছাড়া সাত ধাপ পিছিয়ে ১২ নম্বরে নেমে গেছেন রুটের সতীর্থ হ্যারি ব্রুক। সেরা দশে আর পরিবর্তন নেই।
বোলারদের মধ্যে ১৩ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৩১তম স্থানে উঠেছেন ফার্নান্দো। আরেক লঙ্কান পেসার কুমারা ১০ ধাপ এগিয়ে উঠেছেন ৩২ নম্বরে, ক্যারিয়ার সেরা ৫৪৪ রেটিং পয়েন্ট এখন তার। এছাড়া রাত্নায়েকে ২৬ ধাপ এগিয়ে আছেন ৮৪ নম্বরে।
ইংল্যান্ডের ওলি স্টোন ১৩ ধাপ এগিয়ে উঠেছেন ৭৪ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। তিন ধাপ পিছিয়ে ১১ নম্বরে নেমে গেছেন আসিথা ফার্নান্দো। সেরা দশে নেই আর পরিবর্তন।
অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষে রবীন্দ্র জাদেজা।