বোর্ডার-গাভাস্কার ট্রফি
বিশেষজ্ঞ কোনো ওপেনারকে সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন সাবেক এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।
Published : 10 Nov 2024, 10:09 PM
ডেভিড ওয়ার্নারের অবসরের পর উদ্বোধনী জুটির সমস্যা সমাধানে দায়িত্ব নিয়েছিলেন স্টিভেন স্মিথ। তবে বেশি দিন থাকেননি। তিনি নিজের জায়গায় যাওয়ায় ওপেনিংয়ের শূন্যতা পূরণে অভিষেকের অপেক্ষায় থাকা ন্যাথান ম্যাকসুয়েনিকে বেছে নিয়েছে অস্ট্রেলিয়া। তবে এই সিদ্ধান্তে সম্মত হতে পারছেন না মাইক হাসি।
বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের দলে ডাক পেয়েছেন ম্যাকসুয়েনি। ঘরোয়া ক্রিকেটে এমনিতে মিডল-অর্ডারে খেললেও, ভারতের বিপক্ষে উসমান খাওয়াজার সঙ্গে ওপেনিংয়ের জন্য তাকে বেছে নিয়েছে অস্ট্রেলিয়া। হাসি মনে করেন, বিশেষজ্ঞ কোনো ওপেনারকেই দলে নেওয়া উচিত।
ম্যাকসুয়েনির পাশাপাশি অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে থাকা মার্কাস হ্যারিস, ঘরোয়া ক্রিকেটে গত দুই মৌসুমে রানের জোয়ার বইয়ে দেওয়া ক্যামেরন ব্যানক্রফটও ছিলেন দৌড়ে। তারা দুজনই ওপেনার। তবে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় চলে আসেন ম্যাকসুয়েনি। তার পক্ষে বাজি ধরেন রিকি পন্টিংও।
শেষ পর্যন্ত বাকিদের পেছনে ফেলে এখন অভিষেকের অপেক্ষায় ম্যাকসুয়েনি। আর নিজের প্রথম ম্যাচে জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজদের মতো বোলারদের সামলানো ২৫ বছর বয়সী ব্যাটসম্যানের জন্য একদমই সহজ হবে না মনে করেন হাসি।
পার্থে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের তৃতীয় ওয়ানডে চলাকালে ব্রডকাস্টার ফক্স স্পোর্টসে ম্যাকসুয়েনিকে ওপেনার হিসেবে বেছে নেওয়ার ব্যাপারে নিজের মত জানান হাসি।
“ভারতের বিপক্ষে এত বড় সিরিজে তাকে (ম্যাকসুয়েনি) প্রথম ম্যাচেই ওপেনার হিসেবে খেলতে বলা অনেক বড় চাওয়া হয়ে যায়। কারণ গত সপ্তাহে ভারত ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ ছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে সে কখনও ইনিংসের সূচনা করেনি। এটি একদমই সহজ নয়।”
“আমি জানি, লোকে বলবে অতীতে সাইমন ক্যাটিচ, শেন ওয়াটসন এই কাজ করেছে। তারা মিডল-অর্ডার থেকে টপ-অর্ডারে উঠেছে। তবে ওপরে ওঠার আগে তারা ২০-৩০টি টেস্ট খেলেছিল। তাই এটি অনেক বড় চাওয়া। ব্যক্তিগতভাবে আমি বিশেষজ্ঞ ওপেনার দেখতে চাইব।”
এসময় অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেলের দল বাছাইয়ের নীতিরও সমালোচনা করেন টেস্টে পঞ্চাশোর্ধ গড়ে ৬ হাজারের বেশি রান করা হাসি।
“আমার মনে হয়, অস্ট্রেলিয়ার নির্বাচকদের দর্শন হলো, দেশের সেরা ছয় ব্যাটসম্যানকে খুঁজে বের করা। ব্যাটিং অর্ডারের ব্যাপারে পরে দেখা যাবে। তারা হয়তো তাকে (ম্যাকসুয়েনি) ওপরে খেলাবে না। মার্নাস লাবুশেনকে ওপরের দিকে পাঠাতে পারে। তারা হয়তো এখনও ব্যাটিং অর্ডারের ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। শুধু ঠিক করেছে, এরা আমাদের সেরা ছয় ব্যাটসম্যান। এখন আমরা ঠিক করব যে কে কোথায় ভালো হবে।”
প্রথম টেস্টের স্কোয়াডে একটি চমকও রেখেছে অস্ট্রেলিয়া। রিজার্ভ হিসেবে জশ ইংলিসকে রেখেছে তারা। আপাতত রিজার্ভে থাকলেও ২৯ বছর বয়সী ব্যাটসম্যানকে ওপেনিংয়ে সুযোগ দেওয়ার পরামর্শ দেন ফক্স স্পোর্টসের ওই আলোচনায় হাসির সঙ্গে থাকা সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট।
“রিজার্ভ ব্যাটসম্যান হিসেবে ইংলিস আছে স্কোয়াডে। যেটা সাধারণত ঘরের মাঠে খেলা হলে অস্ট্রেলিয়া কখনও করে না। আমার মতে, ম্যাকসুয়েনি ওপেন করবে। কিন্তু তারা কি গত বছরের নীতিতে অটল আছে যে, আমরা আমাদের সেরা ছয় ব্যাটসম্যানকে অস্ট্রেলিয়া দলে খেলাতে চাই।”
“জশ ইংলিস এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ছয় ব্যাটসম্যানের তালিকায় আছে। তারা কি ওই নীতি ভাঙবে? আমি মনে করি, তারা ভাঙবে। তারা যদি ওই নীতিতে অটল থাকে, আমি বলব ইংলিসকে টপ-অর্ডারে দিন। তার জন্য আমি এটি তেমন চ্যালেঞ্জ মনে করি না। রঙিন পোশাকে সে নতুন বল খেলে। তাই এটি কোনো সমস্যা মনে করি না।”
পার্থ ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২২ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট।