ইংল্যান্ড-শ্রীলঙ্কা
বেন ডাকেটের সঙ্গে ব্যাট হাতে ইনিংস শুরু করবেন ড্যান লরেন্স।
Published : 19 Aug 2024, 08:15 PM
এক বছরের বেশি সময় পর ইংল্যান্ডের হয়ে আবার লাল বলে খেলতে নামার অপেক্ষায় ম্যাথু পটস। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের একাদশে রাখা হয়েছে ২৫ বছর বয়সী এই পেসারকে।
ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আগামী বুধবার শুরু হবে তিন ম্যাচের সিরিজ। সোমবার একাদশ জানিয়ে দেয় স্বাগতিকরা।
হ্যামস্ট্রিং চোটে সিরিজ থেকে ছিটকে যাওয়া অধিনায়ক বেন স্টোকসের জায়গায় একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে ছিলেন পটস, আরেক পেসার অলি স্টোন্স ও অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটসম্যান জর্ডান কক্স। শেষ পর্যন্ত পটসকে বেছে নেওয়া হলো।
ছয় টেস্টের সবশেষটি পটস খেলেন গত বছরের জুনে, লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে। এই সংস্করণে এখন পর্যন্ত তার শিকার ২৩ উইকেট।
স্টোকসের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন অলিভার পোপ। তার ডেপুটি হিসেবে কাজ করবেন হ্যারি ব্রুক।
বেন ডাকেটের সঙ্গে ব্যাটিংয়ে ইনিংস শুরু করবেন ড্যান লরেন্স। ২০২২ সালের ডিসেম্বরের পর প্রথমবার টেস্ট খেলতে নামবেন ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান।
ইংল্যান্ড একাদশ: ড্যান লরেন্স, বেন ডাকেট, অলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ম্যাথু পটস, মার্ক উড, শোয়েব বাশির।