Published : 10 Mar 2025, 08:39 AM
সংবাদ সম্মেলনের তখন ২৫ মিনিট পেরিয়ে গেছে। শেষ প্রশ্নটির উত্তর দেওয়া শেষ। ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার এগিয়ে আসছিলেন রেকর্ডার নিতে। রোহিত শার্মার তখন উঠে যাওয়ার পালা। যাওয়ার আগে নিজ থেকেই তিনি বলে উঠলেন, “… আরেকটি ব্যাপার, আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি না। নিশ্চিত করতে চাইছি যে, সামনে এগিয়ে যাতে কোনো গুঞ্জন না ছড়ায়। ঠিক আছে…? ” এরপর তিনি চেয়ার ছেড়ে হাঁটা দিলেন।
রোহিতের কথায় হাসির রোল উঠল সংবাদ সম্মেলনে। তবে গত কয়েকদিন ধরে ব্যাপারটি এমন হাসির খোরাক জোগায়নি। বরং তার সম্ভাব্য অবসর নিয়ে গুঞ্জন ডালাপালা মেলেছে চারপাশে।
সেসব গুঞ্জনের কারণও আছে। আগামী মাসে তার বয়স পূর্ণ হবে ৩৮। আগামী ওয়ানডে বিশ্বকাপ এখনও আড়াই বছর ধরে। আপাতত এই সংস্করণের বড় আসর এই চ্যাম্পিয়ন্স ট্রফিই। সেই টুর্নামেন্টের ফাইনালে যখন খেলছে দল, অবসরের ভাবনা তো আসাই স্বাভাবিক।
ফাইনালে ভারত হেরে গেলে সামনে তাকানোর ব্যাপার থাকত। চ্যাম্পিয়ন হওয়া মানে তো বিদায়ের আরও আদর্শ মঞ্চ। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন রোহিত, ভিরাট কোহলি, রাভিন্দ্রা জাদেজার মতো তারকারা।
এবার রোহিত ওয়ানডে ক্রিকেটও ছাড়তে পারেন বলে সংবাদ মাধ্যমে জোর আলোচনা ছিল। ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে ভারতের সহ-অধিনায়ক ও সম্ভাব্য পরবর্তী অধিনায়ক শুবমান গিল এই প্রসঙ্গে বলেন, “কাল ম্যাচ শেষ হয়ে গেলে হয়তো তিনি কোনো সিদ্ধান্ত নেবেন।” তবে পরে গিল আবার হয়তো উপলব্ধি করতে পারেন, তার এই কথা থেকে কোনো বিতর্ক ছড়াতে পারে বা সমীকরণ টানা হতে পারে। তাই ফিরে এসে তিনি সংবাদকর্মীদের কাছে অনুরোধ করেন, এটাকে যেন ভুলভাবে উপস্থাপন করা না হয়।
ফাইনালের পর অবশেষে সব জল্পনার অবসান ঘটালেন রোহিত নিজেই।
সংবাদ সম্মেলনের মাঝামাঝি দিকে তাকে প্রশ্ন করা হয়েছিল ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। তখন তিনি বলেছিলেন, “ভবিষ্যৎ পরিকল্পনা… কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই, যা চলছে, সেটিই চলবে…।”
তবে পরে হয়তো তার মনে হয়েছে, ওই কথায় ধোঁয়াশা থেকে যেতে পারে। সংবাদ সম্মেলনের শেষে তাই পরিষ্কার করে দিয়েছেন নিজেই।