ক্যারিবিয়ানদের ২৮২ রানে থামানোর পর ৩ উইকেটে ৩৮ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে বেন স্টোকসের দল।
Published : 27 Jul 2024, 12:47 AM
জেসন হোল্ডার ও জশুয়া দা সিলভার শতরানের জুটি ভাঙার পর বাকিটুকু সারতে খুব বেশি সময় নিল না ইংল্যান্ড। পরে জেডেন সিলস ও আলজারি জোসেফের ছোবলে সেই স্বস্তি অবশ্য তাদের থাকল না।
বার্মিংহ্যামে তৃতীয় টেস্ট শুরুর দিনের শেষ বেলায় দারুণ বোলিংয়ে লড়াই জমিয়ে তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ৩৮। শুক্রবার শেষ বেলায় দুই ওপেনারের সঙ্গে ফিরে গেছেন নাইটওয়াচম্যান মার্ক উড।
ইংলিশদের ইনিংসে আগ্রাসী শুরু করা জ্যাক ক্রলি ফেরেন সবার আগে। চতুর্থ ওভারে সিলসের অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারিতে ব্যাট চালিয়ে দিয়ে ফেরেন এই ওপেনার (১৩ বলে ১৮)।
৩ রানে বেঁচে যাওয়া বেন ডাকেট ফেরেন সেই রানেই। আলজারি জোসেফের বল লেগ স্টাম্পে টেনে আনেন তিনি। আর নাইটওয়াচম্যান উডকে টিকতে দেননি সিলস। দ্বিতীয় স্লিপে চমৎকার ক্যাচ নেন হোল্ডার।
পরপর তিন ওভারে তিন উইকেট হারানো ইংল্যান্ড বাকি দুটি ওভার কাটিয়ে দেয় কোনো ক্ষতি ছাড়া। দ্বিতীয় দিনে ইনিংস মেরামতের গুরুদায়িত্ব দুই অপরাজিত ব্যাটসম্যান অলি পোপ ও জো রুটের কাঁধে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও মিকাইল লুইসের ব্যাটে শুরুটা ভালো করে ওয়েস্ট ইন্ডিজ। কঠিন সময়টা পার করে দিয়ে ফের বিশের কোটায় ফেরেন মিকাইল লুইস। সিরিজে পঞ্চমবার দুই অঙ্ক ছুঁয়ে ত্রিশের আগে থামলেন তিনি।
৭৬ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর কার্ক ম্যাকেঞ্জি ও আলিক আথানেজের দ্রুত বিদায়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৩ উইকেটে ৯৭ রান নিয়ে যায় মধ্যাহ্ন-বিরতিতে।
এক প্রান্ত আগলে রাখা ব্র্যাথওয়েট পঞ্চাশ ছোঁয়ার পর বেশিদূর যেতে পারেননি। উডের লেগ স্টাম্পের বাইরের বলে ধরা পড়েন কিপারের গ্লাভসে। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ৮ চারে ৮৬ বলে করেন ৬১ রান।
পরের ওভারে কাভেম হজকে বোল্ড করে সফরকারীদের বেশ চাপে ফেলে দেন ক্রিস ওকস।
দায়িত্বশীল ব্যাটিংয়ে খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন হোল্ডার ও দা সিলভা। ষষ্ঠ উইকেটে দুই জনে গড়েন ১০৯ রানের জুটি।
ওকসের দারুণ বোলিং আর দা সিলভার আলগা শটে ভাঙে মাথাব্যথার কারণ হয়ে ওঠা জুটি। পয়েন্ট দিয়ে খেলার চেষ্টায় ইংলিশ কিপারকে ক্যাচ দেন ক্যারিবিয়ান কিপার। ৯৯ বলে তিন চারে তিনি করেন ৪৯ রান।
গাস অ্যাটকিনসনের চমৎকার ডেলিভারিতে ভাঙে হোল্ডারের প্রতিরোধ। এক ছক্কা ও ছয় চারে ১১২ বলে ৫৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলে ফেরেন সাবেক ক্যারিবিয়ান অধিনায়ক।
শেষ দিকে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ছোট ছোট অবদানে ২৮২ পর্যন্ত যায় ওয়েস্ট ইন্ডিজের রান।
৬৭ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সফলতম বোলার অ্যাটকিনসন। ৬৯ রানে ৩ উইকেট নেন ওকস।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৭৫.১ ওভারে ২৮২ (ব্র্যাথওয়েট ৬১, লুইস ২৬, ম্যাকেঞ্জি ১২, আথানেজ ২, হজ ১৩, হোল্ডার ৫৯, দা সিলভা ৪৯, আলজারি জোসেফ ১৫, মোটি ৮, সিলস ৭*, শামার জোসেফ ১৬; ওকস ১৮-৩-৬৯-৩, অ্যাটকিনসন ২০-১-৬৭-৪, উড ১৬-২-৫২-২, স্টোকস ১১-০-২৯-০, বাশির ১০.১-০-৫৫-১)
ইংল্যান্ড ১ম ইনিংস: ৮ ওভারে ৩৮/৩ (ক্রলি ১৮, ডাকেট ৩, উড ০, পোপ ৬*, রুট ২*; আলজারি জোসেফ ৪-২-১০-১, সিলস ৪-১-১৯-২)