জাসপ্রিত বুমরাহর বোলিংয়ের সবকিছু জানাবোঝা হয়ে গেছে, বিস্ময়ের উপকরণ আর নেই, বললেন ইংলিশ ওপেনার বেন ডাকেট।
Published : 20 Mar 2025, 12:32 PM
দুনিয়াজোড়া ব্যাটসম্যানদের আতঙ্কের নাম জাসপ্রিত বুমরাহ। বল হাতে তিনি ব্যাটসম্যানদের ভোগান্তি উপহার দেন নিয়মিতই। সেই চ্যালেঞ্জ মানছেন বেন ডাকেটও। তবে একটা জায়গায় এই ইংলিশ ব্যাটসম্যান এখন দারুণ আত্মবিশ্বাসী বলেই দাবি করলেন। বুমরাহর বোলিংয়ে বিস্ময়ের উপকরণ আর দেখেন না এই ওপেনার।
আগামী জুনেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারত। সব ঠিকঠাক থাকলে সেই সিরিজে ভারতের তুরুপের তাস হবেন বুমরাহ। ইংলিশ কন্ডিশনে ব্যাটসম্যানদের চোখের জল নাকের জল এক করে ফেলার সামর্থ্য তার আছে।
নতুন বলে বুমরাহর সেই আগুন সামলাতে হবে বেন ডাকেটকে। বাঁহাতি ওপেনার অবশ্য বুমরাহর সঙ্গে ভাবনায় রাখেন সুইং বোলিংয়ের শিল্পী মোহাম্মদ শামিকেও। তবে এই দুজনের শুরুর স্পেল পার করে দিতে পারলে বড় রানের হাতছানি থাকবে, মেইল স্পোর্টসকে বললেন ডাকেট।
“পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তার (বুমরাহর) মুখোমুখি হয়েছি আমি। খুব ভালো করেই জানি, আমাকে সে কীভাবে বোলিং করবে এবং ভালো একটি ব্যাপার হলো, তার স্কিলগুলোও আমার এখন জানা। এমন কিছু আর নেই, যা আমাকে চমকে দিতে পারে।”
“অবশ্যই চ্যালেঞ্জিং হবে (বুমরাহকে সামলানো) এবং নতুন বলে মোহাম্মদ শামির স্কিলও বুমরাহর মতোই হুমকি জাগানিয়া। তবে শুরুর স্পেল উতরে যেতে পারলে আমার মনে হয়, বড় রানের সুযোগ থাকবে।”
পাঁচ ম্যাচের সিরিজটি গত বছর হয়েছিল ভারতে। স্পিনারদের দাপটের সেই সিরিজে বুমরাহর বলে একবারই আউট হয়েছিলেন ডাকেট। আরেকবার তাকে আউট করেছিলেন আকাশ দিপ, আরেকটি ইনিংসে হয়েছিলেন রান আউট। বাকি সাত ইনিংসে তিনি ছিলেন স্পিনারদের শিকার। সেই সিরিজে রাজকোটে ১৫১ বলে ১৫৩ রানের ইনিংস খেললেও বাকি ৯ ইনিংসের কোনোটিতে ফিফটি ছুঁতে পারেননি।
ভারত সেই সিরিজে ইংল্যান্ডকে বিধ্বস্ত করেছিল ৪-১ ব্যবধানে। তবে ইংল্যান্ডের মাঠে ভিন্ন বাস্তবতা অপেক্ষা করছে বলে মনে করেন ডাকেট।
“ঘরের মাঠের ভারতীয় দল থেকে দেশের বাইরের ভারতীয় দল পুরো আলাদা। আমার মনে হয়, এই দলকে আমাদের হারানো উচিত এবং আমরা হারাতে পারব। ভালো একটি সিরিজ হবে এটি।”
ইংল্যান্ডে ১৯ বারের সফরে তিনবার সিরিজ জিতে ফিরতে পেরেছে ভারত, সবশেষটি ২০০৭ সালে।