চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল ঘোষণার আগে ছিটকে গেছেন একঝাঁক তারকা, যাদেরকে হারিয়ে রঙ হারিয়েছে গোটা টুর্নামেন্টই।
Published : 13 Feb 2025, 11:25 AM
একজন-দুজন নয়, অস্ট্রেলিয়ার স্কোয়াড থেকে ছিটকে গেছেন পাঁচজন ক্রিকেটার! চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অস্ট্রেলিয়ার প্রথম ঘোষিত দল থেকে বিশাল পরিবর্তন আনতে হয়েছে চূড়ান্ত দল ঘোষণায়। নিয়মিত অধিনায়ক তো বটেই, দলের সবচেয়ে অভিজ্ঞ বোলারসহ প্রথম পছন্দের পেস আক্রমণের একজনকেও পাচ্ছে না বিশ্ব চ্যাম্পিয়নরা। ভারতের জন্য অবশ্য একজনকে হারানোই অন্য অনেক দলের পাঁচজনকে হারানোর মতো ধাক্কা। সেই একজন যে জাসপ্রিত বুমরাহ!
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চূড়ান্ত দল ঘোষণার শেষ সময় ছিল বুধবার। পূর্ব ঘোষিত দল থেকে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বিভিন্ন দলে। টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন একঝাঁক তারকা, যাদেরকে হারিয়ে রঙ হারিয়েছে আট বছর পর নতুন করে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট।
আফগানিস্তান
আন্তর্জাতিক ক্রিকেটকে গত বছর আরেকজন রহস্য স্পিনার উপহার দেয় আফগানিস্তান। চমকপ্রদ আবির্ভাবে ক্রিকেট বিশ্বকে নাড়া দেন এএম গাজানফার। নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ছয় উইকেট শিকার করেন তিনি একগাদা রেকর্ড গড়ে। ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তিনি ছিলেন বিধ্বংসী। সবশেষ ম্যাচেই তার শিকার ৫ উইকেট। ১১ ওয়ানডেতে ২১ উইকেট নিয়ে দলের বড় ভরসা হয়ে উঠেছিলেন তিনি দ্রুতই।
চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই বিশ্বমঞ্চে প্রথম পা রাখার কথা ছিল ১৮ বছর বয়সী স্পিনারের। কিন্তু পিঠের নিচের অংশের চোটে ছিটকে পড়েছেন তিনি। এই চোটের কারণে আগামী আইপিএলেও খেলতে পারবেন না প্রতিভাবান এই স্পিনার। এবারের নিলামে তাকে ৪ কোটি ৮০ লাখ রুপিতে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স।
তার বদলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার নানগেলিয়া খারোটে।
অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া পাচ্ছে না তাদের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ও প্রথম পছন্দের গোটা পেস আক্রমণকে। প্রথমবার দল ঘোষণার সময়ই অবশ্য শঙ্কা নিয়ে দলে রাখা হয়েছিল কামিন্স ও জশ হেইজেলউডকে। তবে চোটের কারণে সবার আগে ছিটকে পড়েন মিচেল মার্শ। চলতি মৌসুমেই আর তিনি খেলতে পারবেন না।
এরপর বিনা মেঘে বজ্রপাতের মতো আসে মার্কাস স্টয়নিসের অবসর। দলীয় পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অংশ ছিলেন বিশ্বকাপজয়ী অভিজ্ঞ অলরাউন্ডার।
এরপর জানা যায়, চোট থেকে সেরে না ওঠায় কামিন্স ও হেইজেলউডও থাকছেন না। শেষ ধাক্কাটিও কম নয়। দল ঘোষণার ঠিক আগে ব্যক্তিগত কারণে সরে দাঁড়ান দলের অভিজ্ঞতম ক্রিকেটার মিচেল স্টার্ক।
একরকম তাই দ্বিতীয় সারির দল নিয়েই বিশ্ব আসরে যাচ্ছে অস্ট্রেলিয়া। দলকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। ছিটকে পড়া পাঁচজনের জায়গায় সুযোগ পেয়েছেন জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, শন অ্যাবট, বেন ডোয়ার্শিস, স্পেন্সার জনসন ও তানভির স্যাঙ্ঘা। এছাড়া রিজার্ভ হিসেবে দলের সঙ্গে থাকবেন কুপার কনোলি।
ইংল্যান্ড
ছোট্ট ক্যারিয়ারের দলের উল্লেখযোগ্য অংশ হয়ে উঠেছিলেন জ্যাকব বেথেল। তবে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ফিফটি করার পর হ্যামস্ট্রিংয়ের চোটে ওই সিরিজ তো বটেই, চ্যাম্পিয়ন্স ট্রফিরও বাইরে চলে যান ২১ বছর বয়সী অলরাউন্ডার। তার বদলে সুযোগ পেয়েছেন টম ব্যান্টন।
ভারত
জাসপ্রিত বুমরাহকে দলে পেতে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করেছে ভারতীয় দল। কিন্তু দলের বোলিং আক্রমণের সেরা অস্ত্রকে দেশে রেখেই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেতে হচ্ছে তাদেরকে।
বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে সিডনিতে দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি সময়ের সেরা এই ফাস্ট বোলার। ধারণা করা হয়েছিল, পাঁচ সপ্তাহের বিশ্রামে সেরে যাবে তার পিঠের সমস্যা। কিন্তু প্রত্যাশামতো উন্নতি হয়নি তার।
বুমরাহর বদলে ভারত বেছে নিয়েছে হার্শিত রানাকে। এছাড়াও বুমরাহ না থাকার পরোক্ষ প্রভাবে তাদের বোলিং আক্রমণের কৌশলো কিছুটা বদলে গেছে। আগে ঘোষিত দল থেকে তাই ইয়াসাসভি জয়সওয়ালকে বাদ দিয়ে তারা যোগ করেছে স্পিনার ভারুন চক্রবর্তিকে।
নিউ জিল্যান্ড
আনুষ্ঠানিকভাবে এখনও ছিটকে পড়েননি নিউ জিল্যান্ডের কেউ। তবে শঙ্কা আছে দুজনকে নিয়ে। সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিংয়ে টান লাগার পর পাকিস্তানে চলতি ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি লকি ফার্গুসন। গত শনিবার ত্রিদেশীয় সিরিজেই ক্যাচ নিতে গিয়ে কপালে বড় আঘাত পান রাচিন রাভিন্দ্রা। পরের ম্যাচে তিনি খেলতে পারেননি।
দুজনকেই আপাতত পর্যবেক্ষণে রেখেছে নিউ জিল্যান্ড। ফার্গুসনকে নিয়েই শঙ্কাটা বেশি।
পাকিস্তান
ত্রিদেশীয় সিরিজের যে ম্যাচে চোট পান রাভিন্দ্রা, সেদিনই ৬.২ ওভার বোলিং করে মাঠ ছাড়েন হারিস রউফ। পরে জানা যায়, সাইড স্ট্রেইনে ভুগছেন এই ফাস্ট বোলার। পরের ম্যাচে তাকে দেখা যায়নি একাদশে। ৩১ বছর বয়সী এই ফাস্ট বোলারকেও আপাতত পর্যবেক্ষণে রেখেছে পাকিস্তান।
দক্ষিণ আফ্রিকা
পিছু না ছাড়া চোট আরও একবার হানা দিয়ে কাবু করেছে আনরিখ নরকিয়াকে। পিঠের সমস্যায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা শেষ হয়ে গেছে এই ফাস্ট বোলারের। তার বদলে নেওয়ার কথা ছিল জেরল্ড কুটসিয়াকে। কিন্তু আগ্রাসী এই পেসারও পরে ছিটকে পড়েন কুঁচকির চোটে।
বাংলাদেশ
আট দলের মধ্যে কেবল বাংলাদেশ দলেই চোটের থাবায় কোনো পরিবর্তন আসেনি বা কাউকে নিয়ে শঙ্কা নেই আপাতত। আঙুলের চোট কাটিয়ে কিছুদিন আগে বিপিএলে ফেরা সৌম্য সরকার অনুশীলনে চোট পেয়েছিলেন একই আঙুলে। তবে তা গুরুতর নয়।
আগে থেকেই যারা নেই
ওপরের পরিবর্তনগুলো আনা হয়েছে পূর্বঘোষিত স্কোয়াড থেকে। চোটের কারণে আগেই ছিটকে গেছেন এমন কজন, যারা নিশ্চিতভাবেই থাকতে পারতেন দলে। এই তালিকায় আছেন আফগানিস্তানের মুজিব উর রাহমান, অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন ও পাকিস্তানের সাইম আইয়ুব। এছাড়াও অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় বোলিংয়ে নিষিদ্ধ হওয়া কিংবদন্তি সাকিব আল হাসানকেও দলে রাখেনি বাংলাদেশ।
আগামী বুধবার পাকিস্তান-নিউ জিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। পরদিন লড়বে বাংলাদেশ-ভারত।