বোর্ডার-গাভাস্কার ট্রফি
ছয় নম্বরেই রোহিত বিপজ্জনক হতে পারেন বলে মনে করেন ভারতের সাবেক কোচ।
Published : 22 Dec 2024, 07:09 PM
সাদা পোশাকে অনেক দিন ধরেই বড় রান নেই রোহিত শার্মার ব্যাটে। অস্ট্রেলিয়া সফরে বদলে গেছে তার ব্যাটিং পজিশনও। তবু উন্নতি নেই ভারত অধিনায়কের পারফরম্যান্সে। ছন্দে ফিরতে ব্যাটিংয়ে তাকে আক্রমণাত্মক কৌশল বেছে নেওয়ার পরামর্শ দিলেন ভারতের সাবেক কোচ রাভি শাস্ত্রি।
গত মার্চে ধারামশালায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে সেঞ্চুরি করেছিলেন রোহিত। তারপর থেকে এই সংস্করণে ১৩ ইনিংসে আর তিন অঙ্কের দেখা তিনি পাননি। এই সময়ে পঞ্চাশ ছুঁতে পারেন কেবল একবার। বাকিগুলোর কোনোটিতে ত্রিশ পর্যন্তও যেতে পারেননি।
দেশের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের চার ইনিংসে তিনি করেন ৪২ রান। এরপর দেশেই নিউ জিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশড হওয়া সিরিজে তিন টেস্টের ছয় ইনিংসে করেন ৯১।
সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে তিনি খেলতে পারেননি। তার জায়গায় ওপেনিংয়ে তুলে আনা হয় লোকেশ রাহুলকে। দ্বিতীয় টেস্ট থেকে রোহিত ফিরলেও রাহুলের ব্যাটিং পজিশন বদলানো হয়নি। প্রায় ৬ বছর পর ছয় নম্বরে ব্যাটিং করেন রোহিত। দ্বিতীয় ও তৃতীয় টেস্টে তিন ইনিংস মিলিয়ে ভারত অধিনায়ক করেন মোটে ১৯ রান, গড় স্রেফ ৬.৩৩।
ব্রিজবেনে তৃতীয় টেস্টে রোহিতকে ওপেনিংয়ে ফেরার পরামর্শ দিয়েছিলেন শাস্ত্রি। তবে ওই টেস্টে ৮৪ রানের ইনিংস খেলা রাহুলের টপ অর্ডারে ব্যাটিং চালিয়ে যাওয়া উচিত বলে মনে করছেন সাবেক এই অলরাউন্ডার।
আইসিসি রিভিউয়ে শাস্ত্রি বললেন, ছয় নম্বরেই বিপজ্জনক হতে পারেন রোহিত। তবে এজন্য ইতিবাচক এবং প্রতিপক্ষের ওপর আক্রমণাত্মক হতে হবে তার।
“আমি রোহিত শার্মাকে দেখতে চাই, তার কৌশল কিছুটা বদলেছে, এখনও এই পজিশনে (ছয় নম্বরে) খুব বিপজ্জনক হতে পারে সে। আমি মনে করি, ব্যাটিংয়ে গিয়ে তার মনোভাব খুব স্পষ্ট হতে হবে, অন্য কিছু চিন্তা না করে প্রতিপক্ষকে আক্রমণ করতে হবে।”
আগামী বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে চতুর্থ টেস্ট। পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।