টি-টোয়েন্টি বিশ্বকাপ
পাপুয়া নিউ গিনির বিপক্ষে সোমবারের লড়াইটি হবে এই সংস্করণের বৈশ্বিক আসরে নিউ জিল্যান্ড পেসারের শেষ ম্যাচ।
Published : 15 Jun 2024, 09:01 PM
কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর এমনিতেই নিউ জিল্যান্ড দলে অনিয়মিত ট্রেন্ট বোল্ট। চলতি বৈশ্বিক আসর দিয়ে দলে ফেরেন অভিজ্ঞ এই পেসার। শেষ হতে যাচ্ছে সেই পথচলাও। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে সময়টা বেশ ভালোই কাটছে তার। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৭টি, রান দিয়েছেন মোটে ৪৫।
ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি আলো ছড়ালেও, দল হিসেবে হতাশার একটি বিশ্বকাপ যাচ্ছে কিউইদের। নিজেদের প্রথম দুই ম্যাচে আফগানিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারা দলটি এরই মধ্যে ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে।
‘নিয়ম রক্ষার’ ম্যাচে শনিবার উগান্ডাকে উড়িয়ে দেয় নিউ জিল্যান্ড। প্রতিপক্ষকে ৪০ রানে গুঁড়িয়ে ৩২ বলে জেতার ম্যাচে বড় অবদান রাখেন বোল্ট। বাঁহাতি এই পেসার ৪ ওভার করে স্রেফ ৭ রান দিয়ে নেন ২ উইকেট।
ম্যাচটি শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের ভবিষ্যৎ ভাবনার কথা জানিয়ে দিয়ে বোল্ট বলেন, “এটাই আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।”
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ১৭ ম্যাচ খেলে ৩২ উইকেট নিয়েছেন বোল্ট। বোলিং গড় ১২.৬ ও ওভারপ্রতি রান দিয়েছেন ৬.০৭। সর্বোচ্চ উইকেট শিকারির ১০ জনের তালিকায় তার চেয়ে ওভারপ্রতি কম রান দিয়েছেন কেবল ওয়ানিন্দু হাসারাঙ্গা, ৫.৯৮।
নিউ জিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বোল্ট সরে গেছেন প্রায় দুই বছর। এরপর থেকে জাতীয় দলে খুব একটা দেখা যায় না তাকে। চুক্তি না থাকলেও গত বছর খেলেছিলেন ওয়ানডে বিশ্বকাপেও।
চলমান আসরটি যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে বোল্টের শেষ হয়, তাহলে নিউ জিল্যান্ডের জার্সিতে এই সংস্করণে তাকে আর দেখা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আগামী ২০২৬ সালে হবে টি-টোয়েন্টি বৈশ্বিক আসর, পরের বছর মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। তখন তার বয়স হবে ৩৭। ধারণা করা যায়, ৫০ ওভারের শেষ বিশ্বকাপটি খেলে ফেলেছেন তিনি।
টি-টোয়েন্টিতে দেশের হয়ে এখন পর্যন্ত ৬০ ম্যাচ খেলা বোল্ট এই সংস্করণের বৈশ্বিক আসরে শেষ ম্যাচ খেলবেন আগামী সোমবার, পাপুয়া নিউ গিনির বিপক্ষে।
২০২৫ সালে পাকিস্তানে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। সাত বছর পর অনুষ্ঠেয় ওয়ানডে সংস্করণের এই প্রতিযোগিতায় নিউ জিল্যান্ডের জার্সি গায়ে বোল্টকে দেখা যাবে কিনা, সেটা সময়ই বলে দেবে।