চ্যাম্পিয়ন্স ট্রফি
এই আঙুলে চোট পেয়েই সম্প্রতি এক মাসের বেশি মাঠের বাইরে ছিলেন তিনি।
Published : 10 Feb 2025, 05:58 PM
অনুশীলনে শুরু থেকে সাবলীল ব্যাটিং করছিলেন সৌম্য সরকার। হঠাৎই মৃত্যুঞ্জয় চৌধুরির একটি বাউন্সার আঘাত করল তার হাতে। সঙ্গে সঙ্গে তিনি সরে গেলেন উইকেট থেকে। ব্যথার তীব্রতা তখন তার চোখে-মুখে। শঙ্কার ছবিও ফুটে উঠল তাতে। চ্যাম্পিয়ন্স ট্রফি যে দুয়ারেই!
বিসিবির চিকিৎসা বিভাগের সূত্রে অবশ্য জানা গেছে, সৌম্যর আঙুলের চোট গুরুতর নয় বলেই মনে হচ্ছে তাদের। তবু সতর্কতার অংশ হিসেবে স্ক্যান করানো হবে।
মৃত্যুঞ্জয়ের লাফিয়ে ওঠা ডেলিভারি সৌম্যর ডান হাতের তর্জনীতে আঘাত করে। গত বছরের শেষ দিকে একই আঙুলে পাওয়া চোটে এক মাসের বেশি সময় মাঠের বাইরে ছিলেন তিনি।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে দুপুরে শুরু হয় সোমবারের অনুশীলন। ওয়ার্ম-আপের পর স্কিল অনুশীলনে মন দেন ক্রিকেটাররা। সেন্টার উইকেটে চলছিল ব্যাটিং অনুশীলন। গুড লেংথ থেকে একটু বাড়তি লাফানো মৃত্যুঞ্জয়ের ডেলিভারি ছোবল দেয় সৌম্যর আঙুলে। মুহূর্তের মধ্যে হাত থেকে ব্যাট ফেলে দিয়ে ছুটে ক্রিজ থেকে বেরিয়ে যান বাঁহাতি ব্যাটসম্যান।
ব্যথার কাতর হয়ে একটু পরে তিনি শুয়ে পড়েন মাঠে। দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ছুটে আসেন দেখতে। সৌম্যর হাতে ব্যথানাশক স্প্রে করে দেন ফিজিও বায়েজিদুল ইসলাম। একটু পর মাথায় হাত দিয়ে হতাশ মুখায়ব জার্সি ঢেকে ড্রেসিং রুমে ফিরে যান অভিজ্ঞ ব্যাটসম্যান।
গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যাচ নেওয়ার চেষ্টায় একই আঙুলে ব্যথা পেয়েছিলেন সৌম্য। সফরের শেষ ম্যাচ তিনি খেলতে পারেননি, বাইরে বসে থাকতে হয় বিপিএলের বেশির ভাগ সময়ও।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে বৃহস্পতিবার রাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।