ভারতীয় ক্রিকেট
Published : 05 Nov 2024, 10:14 PM
টেস্টে রোহিত শার্মার উত্তরসূরি নিয়ে এখনই পরিকল্পনা করতে ভারতকে পরামর্শ দিয়েছেন কৃষ্ণামাচারি শ্রীকান্ত। দেশটির সাবেক ওপেনার ও সাবেক প্রধান নির্বাচক মনে করছেন, অস্ট্রেলিয়া সফরে ভালো না করলে টেস্ট থেকে অবসর নিয়ে নিতে পারেন তাদের অধিনায়ক।
রোহিতের নেতৃত্বে গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে ভারত। ট্রফি জয়ের পর সীমিত ওভারের এই সংস্করণকে বিদায় বলে দেন তারকা এই ওপেনার। ভারতের জার্সিতে এখন তিনি খেলছেন কেবল টেস্ট ও ওয়ানডেতে।
সবশেষ টেস্ট সিরিজটি ভালো কাটেনি রোহিতের। নিউ জিল্যান্ডের বিপক্ষে ব্যক্তিগত পারফরম্যান্সে একদম নিষ্প্রভ ছিলেন তিনি। সঙ্গে তার দলও হয় ধরাশায়ী। ঘরের মাঠে প্রথমবারের মতো তিন বা এর বেশি ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার তেতো স্বাদ পায় তারা।
টানা তৃতীয়বারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিশ্চিত করতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের চারটি জিততে হবে ভারতকে। এমন সিরিজের শুরুতে রোহিতকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা।
অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফির দল ঘোষণার পরপরই ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে এই সফরে প্রথম টেস্টে নাও খেলতে পারেন রোহিত। অধিনায়ককে পাওয়া নিয়ে দোলাচল আছে এমনকি পরের টেস্টেও।
নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত ভারতকে সামনের পথচলার জন্য প্রস্তুত থাকতে বলেন।
“ভবিষ্যতের চিন্তাভাবনা শুরু করতে হবে। যদি রোহিত শার্মা (অস্ট্রেলিয়ায়) ভালো না করে, আমার মনে হয় সে নিজেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবে।”
“সে কেবল ওয়ানডে খেলবে। এরই মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেট ছেড়েছে সে। আমাদের মনে রাখতে হবে, তার বয়স বাড়ছে।”
এখন পর্যন্ত ৬৪ টেস্ট খেলে রোহিত ৪২.২৭ গড়ে রান করেছেন ৪ হাজার ২৭০। কিন্তু এই সংস্করণে তার সাম্প্রতিক ফর্ম মোটেও ভালো নয়। সবশেষ ১০ ইনিংসে কেবল একটি ফিফটি করতে পেরেছেন তিনি। ছয় ইনিংসে ছুঁতে পারেননি দুই অঙ্ক।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ভরাডুবির পর নিজের ব্যাটিং ও নেতৃত্বের ব্যর্থতা অকপটে স্বীকার করে নেন রোহিত। যা ভালো লেগেছে শ্রীকান্তের।
“রোহিতকে কুর্নিশ জানাই এই সত্যটি মেনে নেওয়ার জন্য যে, সে পুরো সিরিজে খারাপ খেলেছে এবং খারাপ অধিনায়কত্ব করেছে। এটা দারুণ ব্যাপার।”
“ছন্দে ফেরার জন্য একজন খেলোয়াড়ের এটাই প্রথম পদক্ষেপ। নিজের দোষ স্বীকার করা খুবই গুরুত্বপূর্ণ। এটি একজন মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ। সে অকপটে ভুল স্বীকার করেছে। আমার মনে হয়, এর অর্থ সে ঘুরে দাঁড়ানোর পথে আছে।”
অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফির লড়াই শুরু আগামী ২২ নভেম্বর, পার্থে।