দীর্ঘ দিন ধরে মাঠের বাইরে থাকা ইবাদত হোসেনকে পাওয়ার জন্য আরও অপেক্ষা করতে হবে, এক সিরিজ পরই টেস্টে ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে তাসকিন আহমেদের।
Published : 31 Jul 2024, 05:03 PM
হাঁটুর চোটে এক বছরের বেশি সময় ধরে বাইরে থাকা ইবাদত হোসেনের ব্যাপারে এখনও নেই কোনো সুখবর। মাঠে ফিরতে আরও অপেক্ষা করতে হবে তার। তবে আরেক গতিময় পেসার তাসকিন আহমেদ ফিরতে পারেন টেস্ট ক্রিকেটে। অভিজ্ঞ বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাওয়া যাবে পাকিস্তানের বিপক্ষে ওই সিরিজে।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাকিস্তান সফরসহ নানান প্রসঙ্গে কথা বলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। এসময় ইবাদত, তাসকিন, সাকিবদের সবশেষ খবর জানান তিনি।
গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ে লাফ দেওয়ার সময় আম্পায়ারের সঙ্গে ধাক্কা লেগে পিচের ওপর বাজেভাবে পড়ে যান ইবাদত। ওই ধাক্কাই কাল হয় বাংলাদেশের গতিময় পেসারের জন্য। হাঁটুর এসিএল (এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট) ক্ষতিগ্রস্ত হলে ছিটকে যান তিনি।
পরে অগাস্টে লন্ডন থেকে অস্ত্রোপচার করানো হয় ইবাদতের। এরপর থেকে রক্ষণশীল পদ্ধতিতে চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া। প্রায় এক বছর পেরিয়ে যাওয়ার পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন ৩০ বছর বয়সী পেসার।
তবে মাঠে ফিরতে আরও অন্তত দুই মাস লেগে যেতে পারে বলে জানালেন জালাল ইউনুস।
“ইবাদত এখনও সেরে উঠছে। তার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। সে ৭০ ভাগের মতো সুস্থ হয়েছে। আশা করি, আগামী দুই মাসের মধ্যে আরও কিছু উন্নতি করবে। এখনও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছে। পুরোপুরি সুস্থ হোক। তারপর দেখা যাবে।”
ফলে আগামী মাসের পাকিস্তান সফরে নিশ্চিতভাবেই ইবাদতকে পাওয়া যাবে না। এমনকি অনিশ্চয়তা রয়ে গেল আগামী সেপ্টেম্বরে ভারত সফরকে ঘিরেও। পুনর্বাসন প্রক্রিয়া শুরুর পর ভারত সফরকে লক্ষ্য বানিয়েই এগোচ্ছিল বিসিবির চিকিৎসা বিভাগ।
ইবাদতের ব্যাপারে অনিশ্চয়তা থাকলেও অনেকটা কেটে গেছে তাসকিনকে নিয়ে জমা শঙ্কার মেঘ। সব কিছু ঠিকঠাক থাকলে পাকিস্তান সফর দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরতে পারেন দলের পেস বিভাগের বড় অস্ত্র।
সবশেষ বিপিএল চলাকালে কিছু দিনের জন্য লাল বলের ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন তাসকিন। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে তাকে পায়নি বাংলাদেশ। সব ঠিক থাকলে পরের সিরিজেই দলে ফিরছেন ২৯ বছর বয়সী পেসার।
“তাসকিনের কালকে (সোমবার) একটা ফিটনেস এসেসমেন্ট ছিল। সেটা হয়ে গেছে। লাল বলের জন্যও ওকে এখন বিবেচনা করা হচ্ছে। এটা নির্বাচকদের সিদ্ধান্ত। যখন দল দেবে তখন আপনারা বুঝতে পারবেন।”
এসময় ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান সাকিবকে ঘিরে চলা জল্পনা-কল্পনারও অবসান ঘটান। আপাতত কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ব্যস্ত থাকা অভিজ্ঞ অলরাউন্ডারকে পাকিস্তান সফরের শুরু থেকেই পাওয়ার আশা বিসিবির।
“সে (সাকিব) টেস্টে থাকবে। আমাদের সঙ্গে সঙ্গে কথা হয়েছে। সময় না থাকলে, সে হয়তো দুবাই থেকে সরাসরি (পাকিস্তানে) চলে যাবে। অথবা তাকে বলা হয়েছে, ঢাকায় এসে দলের সঙ্গে দুই-এক দিন অনুশীলন করে যাওয়ার জন্য। তাকে পাকিস্তান সিরিজে পাওয়া যাবে।”
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলতে আগামী ১৭ অগাস্ট পাকিস্তান যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। রাওয়ালপিন্ডিতে ২১ তারিখ শুরু হবে প্রথম টেস্ট। আর করাচিতে দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৩০ অগাস্ট।