নারী ক্রিকেট
জেসিয়া আক্তার ও মুর্শিদা খাতুনের অবিচ্ছিন্ন জুটিতে ১০ উইকেটে জিতল মোহামেডান, আরেক ম্যাচে জয় পেল বিকেএসপি।
Published : 07 Jun 2024, 04:55 PM
নিখুঁত বোলিংয়ে কলাবাগান ক্রীড়া চক্রকে অল্পেই আটকে রাখলেন বোলাররা। তুলনামূলক ছোট লক্ষ্যে ঝড়ো সেঞ্চুরিতে নিজের ফেরা রাঙালেন জেসিয়া আক্তার। তাকে দারুণ সঙ্গ দিলেন মুর্শিদা খাতুন। অনায়াস জয় পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব।
মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে শুক্রবার দিনের অন্য ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে সহজ জয় পেয়েছে বিকেএসপি।
জেসিয়ার সেঞ্চুরিতে মোহামেডানের সাতে সাত
বিকেএসপির ৩ নম্বর মাঠে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ১০ উইকেটের জয় পায় মোহামেডান। ১৬৩ রানের লক্ষ্য ২২.২ ওভারেই ছুঁয়ে ফেলেন দলটির দুই ওপেনার।
সাত ম্যাচে মোহামেডানের সপ্তম জয় এটি। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে গত আসরের রানার্স-আপরা। কলাবাগানের অবস্থান অষ্টম।
প্রথম পাঁচ রাউন্ডে এক সেঞ্চুরি ও দুটি ফিফটি করা জেসিয়া খেলেননি ষষ্ঠ ম্যাচে। ফেরার ম্যাচে তার ব্যাট থেকে এলো ১৪ চার ও ৩ ছক্কায় ৭০ বলে ১০১ রানের ইনিংস। চলতি লিগে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। জেসিয়ার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।
বাঁহাতি ওপেনার মুর্শিদা অপরাজিত থাকেন ৬৪ বলে ৫৫ রান করে। লিগের সাত ম্যাচে ৩৭৭ রান নিয়ে এখন পর্যন্ত সবার ওপরে তিনি।
ম্যাচের প্রথমভাগে শুরুটা তেমন ভালো হয়নি কলাবাগানের। পঞ্চম উইকেটে ৭৬ রানের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়েন ওপেনার বিথি পারভিন ও তমালিকা সুমনা। ২টি করে চার-ছক্কায় ৪১ রান করে রান আউট হন তমালিকা।
ইনিংসের শেষ বলে স্টাম্পড হওয়া বিথি খেলেন ৬ চারে ১৩৭ বলে ৬৭ রানের ইনিংস।
মোহামেডানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন ফাতেমা আক্তার। এছাড়া সালমা খাতুন ও রুমানা আহমেদের শিকার ২টি করে উইকেট।
সিটি ক্লাবকে হারাল বিকেএসপি
বিকেএসপির ৪ নম্বর মাঠে সিটি ক্লাবের বিপক্ষে বিকেএসপির জয় ৮ উইকেটে। ১২০ রানের লক্ষ্য ২৬.২ ওভারে টপকে যায় তারা।
সাত ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের চারে এখন বিকেএসপি। এক জয় পাওয়া সিটি ক্লাবের অবস্থান নবম।
ম্যাচে আগে ব্যাট করে পুরো ৫০ ওভার খেলে সিটি ক্লাব। ওপেনার মিষ্টি রানি সাহা ৫৫ বলে করেন সর্বোচ্চ ২৭ রান। ৮৫ বলে ২১ রানে অপরাজিত থাকেন মোসাম্মত মুক্তা আক্তার।
বিকেএসপির পক্ষে নিশিতা আক্তার ১০ ওভারে ২২ রানে ও মাইমুনা নাহার ৯ ওভারে ১৪ রানে নেন ২ উইকেট।
রান তাড়ায় ৪ চার ও ১ ছক্কায় ৭৭ বলে ৫৩ রানের ইনিংস খেলেন মোসাম্মত ইভা। অধিনায়ক সুমাইয়া করেন ৩৫ বলে ২৯ রান। দুজনের অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটিতে জয় পায় বিকেএসপি।
ম্যাচ সেরার পুরস্কার জেতেন মাইমুনা।