অস্ট্রেলিয়ায় পাকিস্তান ‘এ’ বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে লিড আরও বাড়িয়ে নিচ্ছে বাংলাদেশ এইচপি দল।
Published : 27 Jul 2024, 02:42 PM
প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতা অনেকটাই পুষিয়ে দিতে পারলেন বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) বোলাররা। আগের দিন দুটি উইকেট নেওয়া রিপন মন্ডল যোগ করলেন আরও দুটি। দারুণভাবে জ্বলে উঠলেন রেজাউর রহমান রাজাও। সঙ্গে বাঁহাতি স্পিনার হাসান মুরাদও যোগ দিয়ে বাংলাদেশকে এনে দিলেন বেশ ভালো লিড। এরপর মাহমুদুল হাসান জয়ের ব্যাটে আরও বাড়ার পথে সেই লিড।
অস্ট্রেলিয়া সফরে ডারউইনে দ্বিতীয় চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে পাকিস্তান শাহিনস (পাকিস্তান ‘এ’ দল) প্রথম ইনিংসে অলআউট হয় ১৭৯ রানে। তরুণ পেসার রিপন নেন চার উইকেট, রেজাউর তিনটি।
প্রথম ইনিংসে ৭৯ রানের লিড পাওয়া বাংলাদেশ এইচপি দল শনিবার দিন শেষ করে ৩ উইকেটে ৮৪ রান নিয়ে। ওপেন করতে নেমে অধিনায়ক জয় অপরাজিত আছেন ৩৯ রানে।
দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ এইচপি এগিয়ে ১৬৩ রানে।
ডারউইনের মারারা ওভালে ২ উইকেটে ৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান শাহিনস। শুরুতেই বাংলাদেশকে উদযাপনের উপলক্ষ এনে দেন রেজাউর। দিনের দ্বিতীয় ওভারে তিনি বিদায় করে দেন ওমাইর বিন ইউসুফকে। আগের দিনের সাত রানের সঙ্গে কোনো রান যোগ করতে পারেননি এই ব্যাটসম্যান।
নাইটওয়াচম্যান মুহাম্মদ আলি ও অভিজ্ঞ উমার আমিন এরপর লড়াই চালিয়ে যান। তবে সেই প্রচেষ্টা খুব একটা দীর্ঘায়িত হতে দেননি বাংলাদেশের বোলাররা। পাকিস্তানের হয়ে চার টেস্ট খেলা উমারকে ২৫ রানে থামান বাঁহাতি পেসার মারুফ মৃধা। প্রায় দুই ঘণ্টা ক্রিজে কাটানো আলিকে (৪৪ বলে ৩) বিদায় করেন রেজাউর।
পাকিস্তান শাহিনসের রান তখন ৫ উইকেটে ৬৯।
বিপর্যয়ে প্রতিরোধ গড়েন তাইয়াব তাহির ও কামরান গুলাম। তাদের হাত ধরেই ইনিংসের সবচেয়ে বড় জুটি পায় পাকিস্তান।
তবে দুজনের কাউকেই খুব বড় ইনিংস খেলতে দেয়নি বাংলাদেশের পেসাররা। ৮ চার ও ১ ছক্কায় ৪৮ রান করা গুলামকে আউট করে ৭৮ রানের জুটি ভাঙেন রেজাউর। ৩০ রানে তাহিরকে এলবিডব্লিউ করে দেন রিপন।
পেসারদের সঙ্গে কার্যকর হেয় ওঠেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদও। মুহাম্মদ ইরফান খান ও কাশিফ আলিকে বোল্ড করেন তিনি। খুররাম শাহজাদকে ফিরিয়ে ইনিংস শেষ করে দেন রিপন।
পাকিস্তান শাহিনস শেষ ৫ উইকেট হারায় ৩২ রানে।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ এইচপির হয়ে পারভেজ হোসেনের সঙ্গে ওপেন করেন জয়। পারভেজ আউট হয়ে যান তৃতীয় ওভারেই। দ্বিতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়েন জয় ও অমিত হাসান।
বাঁহাতি রিস্ট স্পিনার ফায়সাল আকরাম ২৫ রানে অমিতকে ফিরিয়ে এই জুটি ভাঙেন। নাইটওয়াচম্যান হাসান মুরাদ টিকতে পারেননি বেশিক্ষণ। আইচ মোল্লাকে নিয়ে দিন শেষ করে জয়।
৩৯ রানের ইনিংসে জয় চার মেরেছেন ৭টি।
বাংলাদেশ এইচপি ১ম ইনিংস: ২৫৮
পাকিস্তান শাহিনস ১ম ইনিংস: ৬৭.২ ওভারে ১৭৯ (আগের দিন ৩৯/২) (সাহিবজাদা ৪, হাসিব ১৮, ওমাইর ৭, আলি ৩, উমার ২৫, তাহির ৩০, গুলাম ৪৮, ইরফান ৯, শাহজাদ ১৬, কাশিফ ১, আকরাম ০*; রিপন ২৪.২-৭-৭১-৪, মারুফ ১৩-৫-৩১-১, রেজাউর ১৭-৫-৩৩-৩, মুরাদ ১৩-৪-৩২-২)।
বাংলাদেশ এইচপি ২য় ইনিংস: ২৭ ওভারে ৮৪/৩ (পারভেজ ৭, জয় ৩৯*, অমিত ২৫, মুরাদ ০, আইচ ৮*; শাহজাদ ১৭-১-৬৯-৩, কাশিফ ১০.১-৩-২১-২, আলি ১৩.৫-১-৬৩-০, আকরাম ২২-১-৮৭-২, গুলাম ৪.৩-২-৬-২)।