ওয়ানডেতে দ্বিতীয় ও বিশ্বকাপে প্রথমবারের মতো ম্যাচ সেরার পুরস্কার পেলেন বাঁহাতি এই রিস্ট স্পিনার।
Published : 28 Oct 2023, 12:03 AM
তুমুল উত্তেজনা ছড়ানো ম্যাচে অনেকেরই আছে বড় ভূমিকা। তবে সবাইকে টেক্কা দিয়ে ৫ বছরের বেশি সময় পর ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন তাবরেজ শামসি, বিশ্বকাপে প্রথমবার।
বারবার দিক পাল্টানো ম্যাচে ভালো পারফরম্যান্স আছে বেশ কয়েকজনের। পাকিস্তানের বাবর আজম, সাউদি শাকিলের ব্যাট থেকে এসেছে পঞ্চাশ ছোঁয়া ইনিংস।
দারুণ বোলিংয়ে ৩ উইকেট নেওয়ার পর ২০ রানের ক্যামিও ইনিংস খেলেছেন দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার মার্কো ইয়ানসেন। ৯৩ বলে ৯১ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন এইডেন মার্করাম।
তবে দক্ষিণ আফ্রিকার ১ উইকেটের নাটকীয় জয়ে সবচেয়ে বড় অবদান শামসির। ষষ্ঠ বোলার হিসেবে আক্রমণে এসে ৬০ রানে ৪ উইকেট নেন বাঁহাতি এই লেগ স্পিনার।
পরে ২৭০ রান তাড়ায় তিনি ফেরেন দলের জয়কে সঙ্গে নিয়ে। কেশভ মহারাজের সঙ্গে শেষ জুটিতে ১১ রানের মহামূল্য জুটি গড়ার পথে করেন ৪ রান।
পাকিস্তানের হয়ে ফিফটি করা দুই ব্যাটসম্যান বাবর ও শাকিলকে বিদায় করেন শামসি। এর আগে বিদায় করেন ইফতিখার আহমেদকে। শেষ দিকে শাহিন শাহ আফ্রিদির উইকেটও নেন শামসি।
এই পারফরম্যান্সে ওয়ানডেতে তিনি দ্বিতীয়বার জিতলেন ম্যাচ সেরার পুরস্কার। ২০১৮ সালে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছিলেন প্রথমবার।