বোর্ডার-গাভাস্কার ট্রফি
গাম্ভিরের সমালোচনা করে অধিনায়ক রোহিত কিংবা প্রধান নির্বাচক অজিত আগারকারকে সংবাদমাধ্যমের সামনে পাঠানোর পরামর্শ দিলেন মাঞ্জরেকার।
Published : 11 Nov 2024, 07:11 PM
অস্ট্রেলিয়া সফরে রওনা হওয়ার আগে সংবাদ সম্মেলনে ভারতের প্রধান কোচ গৌতাম গাম্ভিরের শব্দ চয়ন ও আচরণ পছন্দ হয়নি সাঞ্জায় মাঞ্জরেকারের। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি দেশটির সাবেক ব্যাটসম্যান ও ধারাভাষ্যকারের পরামর্শ- এই কাজের জন্য গাম্ভিরকে না পাঠানোই ভালো।
বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া রওনা হওয়ার আগে সোমবার সংবাদ সম্মেলনে অনেক প্রশ্নের উত্তর দিতে হয় গাম্ভিরকে। সম্প্রতি দেশের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশড হওয়া টেস্ট সিরিজে ভারত ‘একেবারে উড়ে গেছে’ বলে স্বীকার করে নেন তিনি।
কিউইদের বিপক্ষে বাজে পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবে চাপে আছে ভারত দল। গাম্ভির নিজেও প্রবল চাপে আছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর এসেছে। সামাজিক মাধ্যমে সমালোচনা আর ট্রলের শিকার হচ্ছেন তিনি। স্বভাবজাতভাবেই সেসবকে উড়িয়ে দিয়ে গাম্ভির বলেন, বাইরের ‘উত্তাপ’ তাকে স্পর্শ করে না এবং প্রধান কোচের দায়িত্ব নেওয়ার সময় তিনি জানতেন যে, চ্যালেঞ্জ থাকবে।
“সামাজিক মাধ্যম আমার কিংবা কারও জীবনে কী পার্থক্য গড়ে দেয়? যখন এই চাকরি নিয়েছিলাম, তখনই জানতাম, এটা খুব কঠিন কাজ এবং খুব মর্যাদাপূর্ণ কাজও। আমার মনে হয় না, আমি কোনো উত্তাপ অনুভব করছি, কারণ আমার কাজ হলো (নিজের দায়িত্বের প্রতি) পুরোপুরি সৎ থাকা।”
নিউ জিল্যান্ড সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হয়ে সমালোচনায় মুখে পড়া দুই অভিজ্ঞ ব্যাটসম্যান রোহিত শার্মা ও ভিরাট কোহলির পাশেও দাঁড়ান গাম্ভির। কোহলির ফর্ম নিয়ে প্রশ্ন তোলায় রিকি পন্টিংয়ের ওপর বিরক্ত হয়ে ভারত কোচ বলেন, ‘তার উচিত অস্ট্রেলিয়ান ক্রিকেট নিয়ে চিন্তা করা।’
সংবাদ সম্মেলনে গাম্ভির যেভাবে সবকিছু সামলেছেন, তা ভালো লাগেনি মাঞ্জরেকারের। সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, পর্দার আড়ালেই কাজ করতে দেওয়া উচিত গাম্ভিরকে। অধিনায়ক রোহিত কিংবা প্রধান নির্বাচক অজিত আগারকারকে সংবাদমাধ্যমের সামনে পাঠানোর পরামর্শও দেন মাঞ্জরেকার।
“গৌতাম গাম্ভিরের সংবাদ সম্মেলন দেখলাম। তাকে এ ধরনের দায়িত্ব থেকে দূরে রাখাটাই বিসিসিআইয়ের জন্য বুদ্ধিমানের কাজ হবে। তাকে পর্দার আড়ালে থেকে কাজ করতে দিন। তাদের (সাংবাদিকদের) সামনে কথা বলার সঠিক আচরণ বা শব্দ নেই তার। রোহিত ও আগারকার, সংবাদমাধ্যমের সামনে আসার জন্য তারাই অনেক ভালো ব্যক্তি।”