Published : 25 Jul 2024, 04:37 PM
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার পর দুইদিনে দুই পেসারকে হারাল শ্রীলঙ্কা। দুশমান্থ চামিরার পর এবার চোটে ছিটকে গেলেন নুয়ান থুসারাও।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে শ্রীলঙ্কা দলের ম্যানেজার মাহিন্দা হালানগোদা জানিয়েছেন, বুধবার ফ্লাডলাইটের আলোয় ফিল্ডিং অনুশীলনের সময় বাঁ হাতের আঙুল ভেঙে যায় থুসারার।
আসছে টি-টোয়েন্টি সিরিজের জন্য তার বদলি হিসেবে দিলশান মাদুশাঙ্কাকে দলে ডেকেছে শ্রীলঙ্কা।
চলতি বছর লঙ্কানদের টি-টোয়েন্টি একাদশের নিয়মিত সদস্যদের একজন হয়ে ওঠেন থুসারা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলটির সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া শ্রীলঙ্কার হয়ে তিন ম্যাচে ৮ উইকেট নেন এই পেসার।
বিশ্বকাপের আগেও বল হাতে আলো ছড়ান থুসারা। বছরের শুরুর দিকে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে ২০ রানে ৫ উইকেট নেওয়ার পথে হ্যাটট্রিকও করেন তিনি।
আর টি-টোয়েন্টি সিরিজ তো বটেই, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেও চামিরার ছিটকে পড়ার কথা বুধবার নিশ্চিত করে শ্রীলঙ্কা। এই পেসারের জায়গায় টি-টোয়েন্টি দলে ডাক পান আসিথা ফার্নান্দো।
ভারত-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ শুরু আগামী শনিবার। পরের দুই ম্যাচ রোববার ও মঙ্গলবার। দুই দলের ওয়ানডে তিনটি ২, ৪ ও ৭ অগাস্ট।