Published : 03 Jan 2023, 06:37 PM
প্রায় সাত মাস পর টেস্ট ক্রিকেটে ফেরার উপলক্ষ রাঙালেন ম্যাট হেনরি। তবে তার মূল কাজ বোলিংয়ে নয়, ব্যাট হাতে! আগ্রাসী ব্যাটিংয়ে করলেন দারুণ ফিফটি। পাশাপাশি এজাজ প্যাটেলের সঙ্গে দশম উইকেটে রেকর্ড জুটিতে নিউ জিল্যান্ডকে এনে দিলেন বড় সংগ্রহ। দুজন পরে বল হাতেও পেলেন উইকেট। একশর আগে তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ার পর ইমাম-উল-হকের ফিফটিতে এগোচ্ছে পাকিস্তান।
করাচিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে মঙ্গলবার পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৫৪ রান। এখনও তারা পিছিয়ে আছে ২৯৫ রানে। ১২৫ বলে ৭৪ রানে খেলছেন ইমাম। উইকেটে তার সঙ্গী সৌদ শাকিল।
নিউ জিল্যান্ডের প্রথম ইনিংস থামে এ দিন ৪৪৯ রানে। যার বড় কৃতিত্ব শেষ দুই ব্যাটসম্যান হেনরি ও এজাজের। দুজন উপহার দেন ১৪৯ বলে ১০৪ রানের জুটি।
পাকিস্তানের মাটিতে টেস্টে দশম উইকেটে সফরকারী দলের সর্বোচ্চ রানের জুটি এটিই। দেশটিতে শেষ উইকেটে শতরানের জুটি আছে আর কেবল একটি, ১৯৯৭ সালে রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের আজহার মাহমুদ ও মুশতাক আহমেদের ১৫১।
১০ ও ১১ নম্বর ব্যাটসম্যান মিলে শতরানের জুটি টেস্ট ক্রিকেট এই নিয়ে দেখল চতুর্থবার।
৮১ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬৮ রানে অপরাজিত ছিলেন হেনরি। এজাজ ৭৮ বলে ৪টি চারে করেন ৩৫ রান। দুজনেরই ক্যারিয়ার সেরা ইনিংস।
প্রথম দিন নিউ জিল্যান্ডের দারুণ শুরুর পর শেষ সেশনে ৫ উইকেট নিয়ে ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। দ্বিতীয় দিনের শুরুটাও ভালো করে স্বাগতিকরা।
দিনের দ্বিতীয় ওভারেই ইশ সোধিকে বোল্ড করে দেন নাসিম শাহ। ৩০ রানে দিন শুরু করা টম ব্লান্ডেল তুলে নেন ফিফটি। এরপরই তাকে (৫১) বোল্ড করেন আবরাব আহমেদ। এই লেগ স্পিনার পরের ওভারে বিদায় করেন টিম সাউদিকে।
৬ উইকেটে ৩০৯ রান নিয়ে দিন শুরু করা নিউ জিল্যান্ডের স্কোর তখন ৯ উইকেটে ৩৪৫। সেখান থেকেই হেনরি ও এজাজের ওই জুটিতে তাদের সংগ্রহ পৌঁছে যায় সাড়ে চারশর কাছে।
হাসান আলির টানা তিন বলে দুই চার ও এক ছক্কায় ডানা মেলে দেন হেনরি। পরে তিনি ছক্কায় ওড়ান নাসিমকেও। তৃতীয় টেস্ট ফিফটি করেন স্রেফ ৪২ বলে।
আবরারকে সুইপ করতে গিয়ে এজাজ বল আকাশে তুলে দিলে ভাঙে রেকর্ড জুটি। ১৪৯ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার আবরারই। নাসিম ও আঘা সালমানের প্রাপ্তি ৩টি করে।
দিনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট ব্যাটিংয়ের জন্য হয়ে ওঠে আরও ভালো। ইনিংসের প্রথম বলে সাউদিকে চার মেরে শুরু করেন আবদুল্লাহ শফিক। তবে ইনিংস টেনে নিতে পারেননি তিনি। পেসার হেনরিকে পুল করতে গিয়ে ক্যাচ দেন ১৯ রানে।
বাঁহাতি স্পিনার এজাজকে টানা তিনটি চার মেরে পরের বলে পয়েন্টে ক্যাচ দেন শান মাসুদ (১১ বলে ২০)। এরপর তৃতীয় উইকেটে বাবর আজমের সঙ্গে জমে উঠছিল ইমামের জুটি। কিন্তু তৃতীয় রানের চেষ্টায় ভুল বোঝাবুঝিতে বাবর (২৪) রান আউট হলে ভাঙে ৪৩ রানের জুটি।
তখন ৯৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান। দিনের বাকি সময়ে আর কোনো বিপদ হতে দেননি ইমাম ও শাকিল।
ইমাম ফিফটি পূর্ণ করেন ৮৯ বলে। শাকিল রানের খাতা খোলেন মুখোমুখি ৪২তম বলে ডাবল নিয়ে। ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে তিনি অপরাজিত আছেন ৭৫ বলে ১৩ রান করে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ১৩১ ওভারে ৪৪৯ (আগের দিন ৩০৯/৬) (ব্লান্ডেল ৫১, সোধি ১১, সাউদি ১০, হেনরি ৬৮*, এজাজ ৩৫; হামজা ২১-৩-৭২-০, নাসিম ২৪-৭-৭১-৩, হাসান ২৩-৪-৭২-০, আবরার ৩৭-৫-১৪৯-৪, সালমান ২৬-৩-৭৫-৩)
পাকিস্তান ১ম ইনিংস: ৪৭ ওভারে ১৫৪/৩ (শফিক ১৯, ইমাম ৭৪*, মাসুদ ২০, বাবর ২৪, শাকিল ১৩*; সাউদি ১০-৩-৩৩-০, হেনরি ১২-৩-৩৫-১, এজাজ ৭-১-৩০-১, ব্রেসওয়েল ১৪-৩-৪৫-০, সোধি ৪-০-৯-০)