নিউ জিল্যান্ড-ইংল্যান্ড সিরিজ
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাঁহাতি ওপেনার।
Published : 09 Dec 2024, 06:27 PM
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে ডেভন কনওয়েকে পাচ্ছে না নিউ জিল্যান্ড। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ম্যাচটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বাঁহাতি এই ওপেনার।
সিরিজের তৃতীয় টেস্টটি শুরু আগামী শনিবার, হ্যামিল্টনে। দলের সঙ্গে সেখানে যাবেন না কনওয়ে। আপাতত ওয়েলিংটনেই পরিবারের সঙ্গে থাকবেন তিনি।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৩২৩ রানের বিশাল ব্যবধানে হেরেছে কিউইরা। সঙ্গে তিন টেস্টের সিরিজটিও হেরেছে তারা। ক্রাইস্টচার্চে প্রথম ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটে হারায় সফরকারীরা।
সিরিজের প্রথম দুই ম্যাচে একদমই নিষ্প্রভ ছিলেন কনওয়ে। চার ইনিংসে রান করতে পারেন কেবল ২০। সবশেষ ইনিংসে পাঁচ বল খেলে তো রানের খাতাই খুলতে পারেননি ৩৩ বছর বয়সী ক্রিকেটার।
পরিবারের সঙ্গে থাকতে কনওয়ের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন নিউ জিল্যান্ড কোচ গ্যারি স্টেড।
কনওয়ের বদলি হিসেবে মার্ক চ্যাপম্যানকে দলে ডেকেছে নিউ জিল্যান্ড। প্লাঙ্কেট শিল্ডে সম্প্রতি ক্যান্টারবুরির বিপক্ষে অকল্যান্ডের হয়ে ২৭৬ রানের ইনিংস খেলেন তিনি। ৪৫ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে সাত সেঞ্চুরি করা ক্রিকেটারের সেরা ইনিংস এটি। এখন পর্যন্ত অবশ্য টেস্টের আঙিনায় পা রাখতে পারেননি ২৬ ওয়ানডে ও ৭৮ টি-টোয়েন্টি খেলা চ্যাপম্যান।
কনওয়ের অনুস্পস্থিতিতে আসছে ম্যাচের নিউ জিল্যান্ড একাদশে একটি পরিবর্তন বাধ্যতামূলক। একাদশে ফিরতে পারেন ঐতিহাসিক জয় পাওয়া ভারত সফরে ৪৮.৪০ গড়ে ২৪৪ রান করা উইল ইয়াং। স্বাগতিকদের হোয়াইটওয়াশ করা ওই সিরিজে হ্যামস্ট্রিং চোটে খেলতে না পারা কেন উইলিয়ামসন ইংলিশদের বিপক্ষে ফেরায় প্রথম দুই ম্যাচের একাদশে জায়গা হয়নি তার।