ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে লোকেশ রাহুল অথবা রিশাভ পান্তের কথা ভাবা উচিত বলে মনে করেন দেশটির সাবেক এই ব্যাটসম্যান।
Published : 08 Jan 2025, 10:14 PM
বোর্ডার-গাভাস্কার ট্রফির পর টেস্ট ক্রিকেটে রোহিত শার্মার ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে জাসপ্রিত বুমরাহকে। তবে দলের প্রধান বোলিং অস্ত্রকে বাড়তি দায়িত্ব দেওয়া উচিত হবে না বলে মনে করেন মোহাম্মদ কাইফ। সাবেক ভারতীয় ব্যাটসম্যানের মতে, লোকেশ রাহুল অথবা রিশাভ পান্তকে অধিনায়ক হিসেবে বিবেচনা করা যেতে পারে।
দলের সহ-অধিনায়ক বুমরাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টে পারিবারিক কারণে অধিনায়ক রোহিত শার্মার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন তিনি। তার চমৎকার বোলিং ও নেতৃত্বে দারুণ জয় পায় ভারত।
রোহিত ফেরার পর তিন টেস্টের দুটিতে ভারত হেরে যায়, আরেকটি ড্র হয় মূলত বৃষ্টির কারণে। এই তিন টেস্টে ব্যাট হাতেও ব্যর্থ হন রোহিত। এই সংস্করণে ছন্দে নেই তিনি কয়েক মাস ধরেই। সে কারণেই সিডনিতে সিরিজের শেষ টেস্টে নিজেকে বাইরে রাখেন ৩৭ বছর বয়সী ক্রিকেটার।
এতে তার টেস্ট ক্যারিয়ারেরও শেষ দেখছেন কেউ কেউ। যদিও ওই ম্যাচের মাঝেই রোহিত স্পষ্ট করে দেন, টেস্ট থেকে এখনই অবসর নিচ্ছেন না তিনি। নেতৃত্ব ছাড়ারও কোনো ভাবনা তার নেই। তবে ভারতের পরের টেস্ট সিরিজের এখনও ছয় মাস বাকি। টেস্ট দলের পরিকল্পনায় টিম ম্যানেজমেন্ট তাকে রাখবে কি-না, তা নিশ্চিত নয়।
রোহিতের অনুপস্থিতিতে এখন পর্যন্ত ভারতকে তিন টেস্টে নেতৃত্ব দেওয়া বুমরাহকে পরবর্তী অধিনায়ক হিসেবে দেখছেন অনেকে। সামাজিক মাধ্যম এক্স-এ বুধবার কাইফ লিখেছেন, এই পেসারের ওপর অধিনায়কত্বের বোঝা চাপিয়ে দেওয়া ঠিক হবে না নির্বাচক কমিটির।
“বুমরাহকে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়ার আগে বিসিসিআইয়ের দুবার ভাবা উচিত। তাকে স্রেফ উইকেট নেওয়া এবং ফিট থাকার দিকে মনোযোগ দিতে হবে। নেতৃত্বের দায়িত্ব চোটের কারণ হতে পারে এবং অসাধারণ এক ক্যারিয়ার ছোট হয়ে যেতে পারে। সোনার ডিম পাড়া হাঁসকে মেরে ফেলবেন না।”
অস্ট্রেলিয়া সিরিজ বল হাতে দুর্দান্ত কাটে বুমরাহর। ৩-১ ব্যবধানে হারা সিরিজে ভারতের হয়ে মূলত লড়াই করেন তিনিই। পাঁচ টেস্টে ১৩.০৬ গড়ে ৩১ বছর বয়সী পেসার উইকেট নেন ৩২টি। ভারতীয় বোলার হিসেবে অস্ট্রেলিয়ায় এক সিরিজের যা সর্বোচ্চ।
পিঠের সমস্যায় সিডনি টেস্টের শেষ ইনিংসে বোলিং করতে পারেননি তিনি। পিঠের সমস্যা তাকে ভুগিয়েছে আগেও।
তার চোট-প্রবণতার কথা বিবেচনা করেই তাকে অধিনায়ক করা উচিত নয়, আবারও বললেন কাইফ।
“যদি রোহিতের বদলি হিসেবে বুমরাহকে অধিনায়ক হিসেবে দেখেন, তাহলে এটি সঠিক পছন্দ নয়। বোলিংয়ে সে একাই লড়াই করে। প্রতিটি ম্যাচে পারফর্ম করার জন্য সে চাপে থাকে। অস্ট্রেলিয়ায় সে অন্য বোলারদের থেকে সাহায্য পায়নি। শামি ছিল না, সিরাজ ফর্মে নেই, তাই ম্যাচ জেতানোর সব চাপ ছিল বুমরাহর ওপর।”
“বুমরাহ চোটপ্রবণ। তার রান-আপে গতি নেই। সে চার ধাপ এগোয় এবং শেষ মুহূর্তে গতি সঞ্চার করে, তাই তার পিঠে অনেক চাপ পড়ে। সে সবসময় চোটের ঝুঁকিতে থাকবে। আমি মনে করি না তাকে অধিনায়ক করা উচিত। যদি সিরিজের মাঝে সে চোটে পড়ে এবং ছিটকে যায়? কে অধিনায়ক হবে তখন?”
কোনো ব্যাটসম্যানকে অধিনায়ক করা উচিত বলে মনে করেন কাইফ। সেক্ষেত্রে নিজের পছন্দও জানিয়ে দিলেন তিনি।
“আমি চাই একজন ব্যাটার পরবর্তী অধিনায়ক হোক। হয় কেএল রাহুল অথবা রিশাভ পান্ত। তারা আগেও অধিনায়কত্ব করেছে। পান্ত আইপিএলে অধিনায়কত্ব করছে, সে অভিজ্ঞতা অর্জন করছে। রাহুল টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করেছে (৩ ম্যাচে)।”