বোর্ডার-গাভাস্কার ট্রফি
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই টেস্টে অভিজ্ঞ পেসারকে খেলানোর জন্য কোনোরকম ঝুঁকি নিতে নারাজ ভারত অধিনায়ক।
Published : 18 Dec 2024, 07:27 PM
সিরিজের শেষ দুই টেস্টে মোহাম্মদ শামির খেলার সম্ভাবনা নিয়ে নিজের অবস্থান জানালেন রোহিত শার্মা। চোটের জন্য লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা অভিজ্ঞ পেসারকে নিয়ে কোনো ঝুঁকি না নেওয়ার কথা আবারও বললেন ভারত অধিনায়ক।
গত পর ওয়ানডে বিশ্বকাপের দেশের হয়ে কোনো ম্যাচ খেলেননি শামি। অ্যাঙ্কেলের চোটে অস্ত্রোপচার করা হয়েছিল তার।
ফিট থাকলে দ্বিতীয় পেসার হিসেবে স্বয়ংক্রিয়ভাবেই একাদশে থাকেন শামি। ঘরোয়া ক্রিকেটে এরই মধ্যে অবশ্য নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছেন ৩৪ বছর বয়সী ক্রিকেটার।
এবারের অস্ট্রেলিয়া সফরে জাসপ্রিত বুমরাহকে খুব একটা সহায়তা করতে পারছেন না অন্য পেসাররা। তাই রোহিতকে খেলানোর দাবি ক্রমেই বাড়ছে। শামির হাঁটুতে সমস্যার দিকে ইঙ্গিত করে ব্রিজবেন টেস্ট শেষে বুধবার ভারত অধিনায়ক বললেন, অভিজ্ঞ পেসারকে নিয়ে কোনো ঝুঁকি নেবেন না তিনি।
“আমি বুঝতে পারছি, দেশে সে প্রচুর ক্রিকেটে খেলে এসেছে, কিন্তু তার হাঁটু নিয়ে কিছু সমস্যার কথাও এসেছে। আমরা যে জিনিসটা একেবারেই চাই না তা হলো, একজন খেলোয়াড় এখানে এলো এবং ম্যাচের মাঝপথে নিজেকে সরিয়ে নিল। এমন কিছু ঘটলে কী হয়, সবাই জানে।”
ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) হয়েছিল শামির পুনর্বাসন। অভিজ্ঞ এই পেসারের খেলানো নিয়ে এনসিএর চিকিৎসকদের পরামর্শ শুনবেন রোহিত।
“যতক্ষণ আমরা ১০০ নয়, ২০০ শতাংশ নিশ্চিত না হবো, ততক্ষণ আমরা কোনো ঝুঁকি নেব না। এনসিএতে যারা আছে তারা যদি মনে করে, সে মাঠে নামতে, রিকেভার করতে এবং খেলতে প্রস্তুত, তাহলে তার জন্য দুয়ার খুলে যাবে। তাকে পেলে আমরা খুশি হব।”