ইংল্যান্ড সফরে গিয়ে ইচ্ছেমতো ব্যাট চালানো যাবে না, বললেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
Published : 18 Mar 2025, 10:04 AM
ইংল্যান্ডে নিজের সবশেষ টেস্টেই ১১১বলে ১৪৬ রানের অসাধারণ এক ইনিংস উপহার দিয়েছেন রিশাভ পান্ত। সেঞ্চুরি করেছেন তিনি ২০১৮ সালের সফরেও। তবে এতেই তাকে ইংল্যান্ডের কন্ডিশনে খুব পরীক্ষিত মানতে রাজি নন সৌরভ গাঙ্গুলি। সাবেক ভারতীয় অধিনায়কের মতে, সামনের ইংল্যান্ড সফরে সুইং বোলিং সামলানোর চ্যালেঞ্জ নিতে প্রয়োজনে নিজের সহজাত ধরনকে লাগাম দিতে হবে পান্তের।
সৌরভের ভাবনার কিছুটা প্রমাণ পরিসংখ্যানেও আছে। ইংল্যান্ডে এখনও পর্যন্ত ৯ টেস্ট খেলে দুটি করে সেঞ্চুরি ও ফিফটি করলেও পান্তের ব্যাটিং গড় মাত্র ৩২.৭০। সেখানে তার স্ট্রাইক রেটও ক্যারিয়ার স্ট্রাইক রেটের চেয়ে বেশ কম। ১৭ ইনিংসের সাতটিতে আউট হয়েছেন দু অঙ্ক ছোঁয়ার আগে।
সংস্করণ বা ম্যাচের পরিস্থিতি যেমনই হোক, পান্ত সাধারণত নিজের ঘরানাতেই ব্যাট করে থাকেন, যেখানে আগ্রাসনই শেষ কথা। তবে ইংল্যান্ডে গিয়ে এমন করলে বিপদ দেখছেন সৌরভ। আগামী জুনে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে ভারত। রেভস্পোর্টকে সৌরভ বললেন, পান্তের অপেক্ষায় টেম্পারামেন্টের পরীক্ষা।
“রিশাভ পান্তকে চ্যালেঞ্জটা নিতে হবে এবং সুইঙ্গিং বল খেলতে হবে। সেখানে গিয়ে সবসময় ইচ্ছেমতো ব্যাট চালালে চলবে না। এটা মানসিকতা, দৃঢ়প্রতিজ্ঞা ও সাহসিকতার ব্যাপার।”
ভারতের সবচেয়ে অভিজ্ঞ ও ইংল্যান্ডের কন্ডিশনে বড় ভরসা হতে পারেন যিনি, সেই ভিরাট কোহলির টেস্ট ফর্ম নিয়ে গত কিছুদিনে আলোচনা হয়েছে অনেক। সৌরভের অবশ্য ধারণা, ইংল্যান্ডে টানা ব্যর্থ হবেন না কোহলি। ১৯৯৬ সালে ইংল্যান্ডে গিয়ে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টেই সেঞ্চুরি করা সাবেক ভারতীয় অধিনায়কের মতে, কোহলির পাশাপাশি পারফর্ম করতে হবে পরের প্রজন্মের ব্যাটসম্যানদের।
“প্রতিভার অভাব নেই দলে। ভিরাট কোহলি, এই জায়গায় সেরা। ইংল্যান্ডের পাঁচ টেস্ট ধরে সে ব্যর্থ হবে বলে মনে করি না। তবে ইয়াসাসভি জয়সওয়াল, রিশাভ পান্ত, কেএল রাহুল, শুবমান গিল, তাদেরকে এগিয়ে আসতে হবে।”
“আমার মূল দুর্ভাবনার জায়গা হলো, ভিরাট ও ইয়াসাসভি ছাড়া দেশের বাইরে চল্লিসের বেশি গড় নেই তেমন কারও। ভালো টেস্ট দল হয়ে উঠতে হলে শীর্ষ ছয় ব্যাটারের মধ্যে তিন-চারজনের গড় পঞ্চাশের কাছাকাছি থাকতে হবে।”