বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর লাল বলের প্রস্তুতি না নিয়েই ওয়ানডে কাপ আয়োজন করায় বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ ইয়াসির আরাফাত।
Published : 07 Sep 2024, 06:19 PM
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে চরম হতাশাজনক ফলাফলের পর পাকিস্তানের পরের অভিযান ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ। লাল বলে মনোযোগ দেওয়ার বদলে এখন ঘরোয়া ওয়ানডে কাপ খেলবে তারা। টেস্ট সিরিজের আগে সাদা বলের টুর্নামেন্ট আয়োজনের কারণ বুঝতে পারছেন না ইয়াসির আরাফাত। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ধুয়ে দিয়েছেন তিনি। পিসিবির কর্মকাণ্ড সার্কাসের মতো মনে হচ্ছে সাবেক পেসারের।
ফয়সালাবাদে আগামী বৃহস্পতিবার শুরু হবে ৫ দলের অংশগ্রহণে চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপ। আগামী ২৯ সেপ্টেম্বর শেষ হতে যাওয়া টুর্নামেন্টে খেলবে পিসিবির কেন্দ্রীয় চুক্তিবদ্ধ সব ক্রিকেটার। এরপর আগামী ৭ অক্টোবর থেকে টেস্ট সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি হবে জাতীয় দল।
বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর এমনিতেই কড়া সমালোচনার মুখে পড়ে পাকিস্তান। এবার ইংল্যান্ডের বিপক্ষে আরেকটি সিরিজ শুরুর আগে লাল বলের প্রস্তুতি না নিয়ে ওয়ানডে কাপ আয়োজন করায় বোর্ডের এক হাত নিলেন ইয়াসির।
ক্রিকেট ওয়েবসাইট পাক প্যাশনকে দেওয়া সাক্ষাৎকারে পিসিবি কর্তাদের জোকার বলেন পাকিস্তানের হয়ে ২৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই সাবেক পেসার।
“(বাংলাদেশের বিপক্ষে) আপনার ঘাটতির জায়গা প্রকটভাবে ফুটে উঠেছে। ফিটনেস সমস্যা, টেকনিক সমস্যা এবং পিচেরও। আজকে শুনলাম জেসন গিলেস্পি ও হাই পারফরম্যান্স কোচ অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন। আবার আপনারা একটি ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করছেন। আমি এই সিদ্ধান্তগুলো বুঝি না। পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি সার্কাস। এখানে সব জোকাররা আছে। এটি মশকরা।”
বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে শান মাসুদ বলেছিলেন, লম্বা সময় ধরে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট খেলে না পাকিস্তানের ক্রিকেটাররা। অধিনায়কের এই মন্তব্য ধরেই নিজের ক্ষোভ উগরে দেন ইয়াসির।
“আপনার সামনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ আর আপনি ক্রিকেটারদের ওয়ানডে খেলাচ্ছেন। আবার সংবাদ সম্মেলনে শান মাসুদ বলছে, আমাদের ক্রিকেটাররা দেড় বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে না।”
“ইংল্যান্ডের বিপক্ষে বড় একটি সিরিজ আসছে আর আপনি এখন ওয়ানডে খেলছেন। এটি আমার কাছে সার্কাস মনে হচ্ছে। এখানে যারা কাজ করছে, তাদের জোকার মনে হচ্ছে এবং তাদের সিদ্ধান্তগুলো কৌতুক মনে হচ্ছে।”