তিনবারের চ্যাম্পিয়ন জ্যামাইকা তালাওয়াহসকে আর দেখা যাবে না ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে।
Published : 21 Feb 2024, 12:14 PM
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এই মৌসুম থেকে যাত্রা শুরু করবে নতুন দল অ্যান্টিগা অ্যান্ড বারবুদা ফ্যালকন্স। টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়ন জ্যামাইকা তালাওয়াহসের বদলে খেলবে এই দলটি।
গত ডিসেম্বরে জানানো হয়েছিল, সিপিএলে আর থাকছে না জ্যামাইকার দলটি। তখনই নিশ্চিত করা হয়েছিল, তাদের পরিবর্তে অ্যান্টিগার কোনো দল থাকবে। ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ ওয়ার্ল্ডওয়াইড স্পোর্টস ম্যানেজমেন্ট মঙ্গলবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে এক অনুষ্ঠানে দলের নাম ঘোষণা করে। এই স্টেডিয়ামই হবে দলটির ঘরের মাঠ।
অ্যান্টিগার একটি দল শুরুতে ছিল সিপিএলে। অ্যান্টিগা হকবিলস নামের সেই দল প্রথম দুই আসর মিলিয়ে স্রেফ তিনটি ম্যাচ জিততে পারে। এরপর দলটি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়। তাদের বদলে ২০১৫ আসর থেকে অংশ নেয় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
অ্যান্টিগার নতুন এই দলের কোচিং স্টাফ ও অন্যান্য সবকিছু বিস্তারিত জানানো হবে পরে। আগামী ২৮ অগাস্ট থেকে ৬ অক্টোবর হবে এবারের সিপিএল।
জ্যামাইকা তালাওয়াহসের সত্ত্বাধিকারী ছিলেন ফ্লোরিডাভিত্তিক গায়ানিজ ব্যবসায়ী কৃষ পারসাউদ। ফ্র্যাঞ্চাইজিটিকে তিনি বিক্রি করে দেন সিপিএল কর্তৃপক্ষের কাছেই। সিপিএলের এক মুখপাত্র তখন বলেছিলেন, দলকে টেকসইভাবে পরিচালনার কোনো পথ না পেয়ে তারা ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে দিয়েছেন।
ক্যারিবিয়ানের প্রধান ক্রিকেট কেন্দ্রগুলির একটি জ্যামাইকার কোনো দল তাই আর থাকছে না সিপিএলে। ২০২৫ আসরের আগে নতুন কোনো দল আসার সম্ভাবনা আপাতত নেই।
২০১৯ সালের পর থেকে এমনিতেই জ্যামাইকায় সিপিএলের কোনো ম্যাচ হয়নি। আন্তর্জাতিক ক্রিকেটও সেখানে নিয়মিত হয় না এখন। সবশেষ ম্যাচটি ছিল গত বছরের অগাস্টে। জ্যামাইকার বিখ্যাত স্যাবাইনা পার্কে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচও রাখা হয়নি। সিপিএলের প্রধান নির্বাহী পিট রাসেল গতবছর জ্যামাইকা অবজারভারকে বলেছিলেন, ক্রিকেট আয়োজনে জ্যামাইকা সরকারের অনাগ্রহ তাদের কাছে বিস্ময়কর ও হতবুদ্ধিকর।