Published : 22 May 2024, 09:43 AM
এই সময়ের টি-টোয়েন্টি ক্রিকেটে মাথিশা পাথিরানা কতটা কাঙ্ক্ষিত, তা ফুটে উঠল লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামে। ১ লাখ ২০ হাজার মার্কিন ডলারে পুরোনো দল কলম্বো স্ট্রাইকার্স নিয়েছে ‘বেবি মালিঙ্গা’ হিসেবে পরিচিত এই পেসারকে। টুর্নামেন্টের সব আসর মিলিয়ে সবচেয়ে দামী ক্রিকেটার এখন ২১ বছর বয়সী এই পেসারই।
এবারের নিলামে মঙ্গলবার সবচেয়ে চমকপ্রদ নামটি অবশ্য ইসুরু উদানা। ৩৬ বছর বয়সী বাঁহাতি পেসারের ভিত্তিমূল্য ছিল ৩০ হাজার ডলার। তাকে ১ লাখ ডলারে দলে নিয়েছে গল মার্ভেলস। মজার ব্যাপার হলো, আর কোনো দল তাকে দলে নেওয়ার আগ্রহই দেখায়নি!
নিলাম পরিচালনাকারীও চরম বিস্মিত হয়ে তিনবার গল দলকে জিজ্ঞেস করেন, অর্থের অঙ্ক ঠিক কি না। শেষ পর্যন্ত অঙ্কটা ঠিকই ছিল। এই পেসার সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন প্রায় তিন বছর আগে।
মোটা অঙ্কের পারিশ্রমিকে দল পেয়েছেন দাসুন শানাকাও। জাফনা কিংসের সঙ্গে লড়াই করে অভিজ্ঞ অলরাউন্ডারকে ৮৫ হাজার ডলারে দলে নেয় বি-লাভ ক্যান্ডি।
বিস্ময়করভাবে নিলামে দল পাননি শ্রীলঙ্কার জাতীয় দলের একসময়ের নিয়মিত মুখ, আগ্রাসী ওপেনার কুসাল পেরেরা।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে নিলামে সবচেয়ে বেশি পারিশ্রমিকে দল পেয়েছেন কারিম জানাত। আফগান অলরাউন্ডারকে ৮০ হাজার ডলারে দলে নিয়েছে ডাম্বুলা থান্ডার্স। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুশো ৬০ হাজার ডলারে খেলবেন জাফনা কিংসে।
৫০ হাজার ডলারে কলম্বো স্ট্রাইকার্সে খেলবেন রাহমানউল্লাহ গুরবাজ। সমান পারিশ্রমিকে আরেক আফগান ব্যাটসম্যান হাজরাতউল্লাহ জাজাইকে নিয়েছে ডাম্বুলা থান্ডার্স।
পাথিরানা-গুরবাজের সঙ্গে কলম্বো স্ট্রাইকার্সে খেলবেন তাসকিন আহমেদ। বাংলাদেশের পেসারকে ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারেই দলে নিয়েছে তারা।
বাংলাদেশের তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, রিশাদ হোসেনরা দল পাননি। নিলামের আগেই মুস্তাফিজুর রহমানের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ডাম্বুলা থান্ডার্স।
দল না পাওয়া বিদেশি ক্রিকেটারদের মধ্যে আরও উল্লেখযোগ্য নাম – শোয়েব মালিক, লুঙ্গি এনগিডি, মার্টিন গাপটিল, ডেভিড ভিসা, মোহাম্মদ নাবি, মুজিব উর রাহমান।