মাথায় আঘাত পাওয়া যেন উইল পুকোভস্কির জীবনে নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। একবার নয়, দুই বা তিনবারও নয়; এই নিয়ে এগারোবার কনকাশনের শিকার হলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান!
Published : 12 Feb 2022, 05:14 PM
২৪ বছর বয়সী পুকোভস্কি সবশেষ মাথায় চোট পেয়েছেন শনিবার। শেফিল্ড শিল্ডের ম্যাচ দিয়ে এক বছর পর মাঠে ফিরে খেলতে পারলেন না পুরো ম্যাচ। কনকাশনের উপসর্গ থাকায় মাঠ ছাড়তে হলো তাকে।
সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে বুধবার শুরু হওয়া চারদিনের ম্যাচে প্রথম ইনিংসে ব্যাটিং করেন পুকোভস্কি। ভিক্টোরিয়ার ওপেনার খেলেন ৫৪ রানের ইনিংস। ম্যাচের শেষ দিন মাঠে নামার আগে গা-গরমের সময় মাথায় চোট লাগে তার।
এরপরও অবশ্য ফিল্ডিংয়ে নেমেছিলেন তিনি। কিন্তু মাত্র ৩ বল হতেই কনকাশন সমস্যায় মাঠ ছাড়েন। তার বদলি হিসেবে পরে দ্বিতীয় ইনিংসে ভিক্টোরিয়ার হয়ে ব্যাটিং করেন ট্রাভিস ডিন।
গত বছরের জানুয়ারিতে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পুকোভস্কির। সেই ম্যাচের পর এই প্রথম মাঠে নামলেন তিনি, সেটাও খেলতে পারলেন না পুরোটা। টেস্টের আঙ্গিনায় পা রাখার আগেই ৯ বার কনকাশনের শিকার হয়েছিলেন তিনি।
প্রথমবার পুকোভস্কি মাথায় চোট পান কিশোর বয়সে, অস্ট্রেলিয়ান রুলস ফুটবল খেলার সময়। এরপর বিভিন্ন সময়ে বাউন্সারে হেলমেটে বলের আঘাতে, মাঠে ফিল্ডিংয়ের সময়, নিজ বাসায় দরজায় লেগেও মাথায় চোট পান তিনি।
ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে কাঁধে আঘাত পেয়ে ৬ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যান পুকোভস্কি। সফল অস্ত্রোপচারের পর সেরে উঠে ফেরার পথেই ছিলেন তিনি। সবশেষ অ্যাশেজে ঘরের মাঠে তার দলে ফেরার কথাও ছিল।
কিন্তু সবকিছু ভেস্তে দেয় মাথার চোট। রাজ্য দল ভিক্টোরিয়ার সঙ্গে অনুশীলনের সময় আবারও মাথায় আঘাত পেয়ে কনকাশন সমস্যায় পড়েন তিনি। ফলে শেফিল্ড শিল্ডে তার ফেরাও পিছিয়ে যায়।
সব বাধা অতিক্রম করে এবার যখন মাঠে নামলেন পুকোভস্কি, খেলতে পারলেন না পুরো একটি ম্যাচও। মাথায় আঘাত পাওয়া যেন তার পিছুই ছাড়ছে না।
এখন পর্যন্ত ২৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। ৬ সেঞ্চুরি ও ৭ ফিফটিতে রান করেছেন এক হাজার ৮৭০, গড় ৫৩.৪২।