ধোনির মাথা কাজে লাগবে বোলারদের, আশায় শেবাগ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Sep 2021 04:44 PM BdST Updated: 18 Sep 2021 04:44 PM BdST
অধিনায়কত্বে মহেন্দ্র সিং ধোনি ছিলেন তীক্ষ্ণ বুদ্ধির। মাঠে কখন-কোথায় কাকে প্রয়োজন, নির্দিষ্ট ব্যাটসম্যানের বিপক্ষে কেমন হবে বোলারের পরিকল্পনা; এসব ঠিক করতে তার জুড়ি নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন একজনকে মেন্টর হিসেবে দলে যোগ করায় খুশি বিরেন্দর শেবাগ। ভারতের সাবেক ওপেনারের মতে, কিপার-ব্যাটসম্যান ধোনিকে পাশে পাওয়ার সুবিধা বেশি কাজে লাগাতে পারবে বোলাররা।
বিশ্বকাপের জন্য গত ৮ সেপ্টেম্বর ভারতের দল ঘোষণার সময়ই জানানো হয়, দলের মেন্টর হিসেবে থাকবেন ধোনি। কোচ রবি শাস্ত্রী, অন্যান্য কোচিং স্টাফের সঙ্গে মিলে পরিকল্পনা ও দিক-নির্দেশনা দেওয়ায় কাজ করবেন একমাত্র অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী এই ক্রিকেটার।
বোর্ডের প্রস্তাব সহজেই মেনে নিয়েছেন ধোনি। যাতে বেশ খুশি শেবাগ। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ধোনির সাবেক এই সতীর্থ তুলে ধরেন তার ভাবনা।
“আমি খুবই খুশি যে, টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করার প্রস্তাবটি এমএস গ্রহণ করেছে। আমি জানি, অনেকেই চায় এমএস আবার ভারতীয় ক্রিকেটের মূল ধারায় ফিরে আসুক। তাকে মেন্টর হিসেবে দলে যোগ করার চেয়ে ভালো কিছু হতে পারে না।”
“কিপার এমএসের ফিল্ডিং সাজানোর জ্ঞান ছিল অসাধারণ। যেটা এবারের বিশ্বকাপে বোলিং বিভাগকে সহায়তা করবে। বোলাররা তার বুদ্ধি কাজে লাগাতে পারে এবং ব্যাটসম্যানের বিপক্ষে পরিকল্পনার জন্য দরকারি পরামর্শ নিতে পারে।”
ক্রিকেটারদের ভেতর থেকে সেরাটা বের করে আনার ক্ষেত্রে ধোনি বেশ পটু। শেবাগ জানালেন, অন্তর্মুখী ক্রিকেটাররাও ধোনিকে পাশে পেয়ে খোলামেলা আলোচনা করার সাহস পাবে।
“আন্তর্জাতিক ক্রিকেটে সবসময়ই এমন কিছু খেলোয়াড় থাকে যারা লাজুক এবং অধিনায়কের কাছে গিয়ে ক্রিকেট আলাপ শুরু করতে সঙ্কোচবোধ করে। এমএস সবসময়ই এমন একজন, যার সঙ্গে সহজে কথা বলা যায় এবং তরুণদের জন্য সমস্যা সমাধানের সঠিক ব্যক্তি।”
-
লম্বা আইপিএলের পর এখনই টেস্ট খেলতে ‘চান না’ মুস্তাফিজ
-
‘কোনো কারণ ছাড়াই’ ঢাকায় আসছেন আইসিসি চেয়ারম্যান
-
স্পিনারের ‘ক্রাইসিস’, মিরপুরে মোসাদ্দেকের অফ স্পিনেই ভরসা
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়