ঢাকা প্রিমিয়ার লিগে আচরণবিধি ভাঙায় লেজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটসম্যান সাব্বির রহমান ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ম্যানেজার সুলতান মাহমুদকে জরিমানা করেছে সিসিডিএম। সতর্ক করে দিয়েছে শেখ জামালের বাঁহাতি স্পিনার ইলিয়াস সানিকে।
Published : 17 Jun 2021, 05:37 PM
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার ঢাকা ক্লাব ক্রিকেট পরিচালনাকারী সংস্থা সিসিডিএম জানায়, সাব্বির ও মাহমুদকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
“বিকেএসপিতে গত বুধবার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে রূপগঞ্জের এক খেলোয়াড় এবং শেখ জামালের এক খেলোয়াড় ও কর্মকর্তা জড়িত। এই ঘটনায় শুনানি হয়। যেখানে এই তিন জনের সঙ্গে উপস্থিত ছিলেন ম্যাচ অফিসিয়ালরা।”
ঠিক কি ঘটনা তা জানায়নি সিডিএম। কেন তাদের শাস্তি তা-ও বিবৃতিতে জানায়নি তারা।
তবে গত বুধবার সাব্বিরের বিরুদ্ধে ইলিয়াস সানিকে ঢিল ছোঁড়া ও বর্ণবাদী গালি দেওয়ার অভিযোগ আনে শেখ জামাল। মাঠেই সানি এই অভিযোগ তোলার পর খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। পরে সানির ক্লাব সাব্বিরের শাস্তি দাবি করে লিখিত অভিযোগ করে সিসিডিএমের কাছে।