করোনাভাইরাস: হাসপাতালে ধোনির মা-বাবা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Apr 2021 04:25 PM BdST Updated: 22 Apr 2021 07:14 PM BdST
-
পরিবারের সঙ্গে মহেন্দ্র সিং ধোনি।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাঁচির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন মহেন্দ্র সিং ধোনির মা দেবকি দেবী ও বাবা পান সিং। আইপিএলের জন্য জৈর সুরক্ষা বলয়ে থাকা চেন্নাই সুপার কিংস অধিনায়ক থাকছেন দলের সঙ্গেই।
চেন্নাই কোচ স্টিভেন ফ্লেমিং জানান, ধোনির পরিবারের পরিস্থিতি সম্পর্কে সজাগ আছে ফ্র্যাঞ্চাইজি এবং তাদের সাহায্যের ব্যবস্থা করে রেখেছে।
“ম্যানেজমেন্টের অবস্থান থেকে আমরা সবাই তার অবস্থা বুঝতে পারছি। এমএসের সঙ্গে কথা বলেছি, পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে আছে। তবে আগামী কিছু দিন আমরা এটা পর্যবেক্ষণ করব।”
ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এক দিনে শনাক্ত হয়েছে তিন লাখের বেশি রোগী। প্রতিদিনই হচ্ছে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড। এর মধ্যেই চলছে আইপিএল। বুধবার মুম্বাইয়ে কলকাতা নাইট রাইডার্সকে ১৮ রানে হারানোর পর ফ্লেমিং জানান, কঠিন সময়ে তারা যতটা সম্ভব একে অন্যের পাশে থাকার চেষ্টা করছেন।
“ধোনি প্রয়োজনীয় সাহায্য পাবে, এটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আশা করি, তার বাবা-মা দ্রুত সুস্থ হয়ে উঠবে।”
আইপিএলেও হানা দিচ্ছে করোনাভাইরাস। মুম্বাইয়ে যাওয়ার পর গত ৩ এপ্রিল কলকাতার নিতিশ রানার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সুস্থ হয়ে তিনি খেলছেন টুর্নামেন্টে। মুম্বাইয়ে টিম হোটেলে উঠার পর আকসার প্যাটেলেরও করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ ফল আসে। এখনও টুর্নামেন্টে কোনো ম্যাচ খেলেননি দিল্লি ক্যাপিটালসের এই অলরাউন্ডার।
বিভিন্ন সময়ে আক্রান্ত হন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের দেবদূত পাডিক্কাল ও ড্যানিয়েল সামস। জৈব সুরক্ষা বলয়ে থাকা অসহনীয় ঠেকায় দেশে ফিরে গেছেন রাজস্থান রয়্যালসের ইংলিশ ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোন।
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
-
নেটে দেড় ঘণ্টা ব্যাটিংয়ের পর কোহলির ৭৩
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’