পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2021 03:03 PM BdST Updated: 26 Feb 2021 01:29 AM BdST
মুম্বাইকে প্রথমবার নেতৃত্ব দিতে নেমেই ইতিহাসে নাম লেখালেন পৃথ্বী শ। ১৫২ বলে ২২৭ রানের অপরাজিত ইনিংসে ২১ বছর বয়সী ব্যাটসম্যান ঝড় তুললেন রেকর্ড বইয়ে।
ভারতের ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফির ম্যাচে বৃহস্পতিবার পন্ডিচেরির বিপক্ষে জয়পুরে এই ইনিংস খেলেন পৃথ্বী। ইনিংস শুরু করতে নেমে পুরো ৫০ ওভার খেলে ৩১ চার ও ৫ ছক্কায় সাজান তার ডাবল সেঞ্চুরির ইনিংস।
নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার না থাকায় এ দিন নেতৃত্ব দেন পৃথ্বী। লিস্ট ‘এ’ ক্রিকেটে কোনো অধিনায়কের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস এটিই।
পৃথ্বী ভেঙেছেন ৪৫ বছরের বেশি পুরনো রেকর্ড। এতদিন রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকান গ্রেট গ্রায়েম পোলকের। ১৯৭৪ সালের অক্টোবরে ইস্টার্ন প্রভিন্সের হয়ে বোর্ডারের বিপক্ষে পোলক করেছিলেন অপরাজিত ২২২।
ভারতের ঘরোয়া একদিনের ক্রিকেটেও সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটিই। পেছনে পড়ে গেছে ২০১৯ সালে কেরালার হয়ে গোয়ার বিপক্ষে সাঞ্জু স্যামসনের করা অপরাজিত ২১২।
লিস্ট ‘এ’ ক্রিকেটে সব মিলিয়ে ভারতীয় কোনো ব্যাটসম্যানের তৃতীয় সর্বোচ্চ স্কোর এটি। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে রোহিত শর্মার ২৬৪ এখনও সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে শিখর ধাওয়ান করেছিলেন ২৪৮।
লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের বিশ্ব রেকর্ড অ্যালিস্টার ব্রাউনের। ২০০২ সালে সারের হয়ে গ্ল্যামরগনের বিপক্ষে ১৬০ বলে ২৬৮ করেছিলেন ব্রাউন।
পৃথ্বীর ৩১ চার লিস্ট ‘এ’ ক্রিকেটে ব্যক্তিগত ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ চারের রেকর্ড। শীর্ষে এখানে রোহিত, তার ২৬৪ রানের ইনিংসে চার ছিল ৩৩টি।
পৃথ্বীর ডাবল সেঞ্চুরির সঙ্গে সূর্যকুমার যাদবের ৫৮ বলে ১৩৩ রানের বিধ্বংসী ইনিংসে ৫০ ওভারে মুম্বাই তোলে ৪ উইকেটে ৪৫৭ রান।
ভারতের ঘরোয়া একদিনের ম্যাচে সর্বোচ্চ দলীয় স্কোর এটিই। চলতি টুর্নামেন্টে মাত্র ৫ দিন আগেই গড়া ঝাড়খণ্ডের ৪২২ রানের রেকর্ড এখন পড়ে গেছে পেছনে।
ভারতের কোনো দলের এটি তৃতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। ২০১৮ সালে লেস্টারশায়ারের বিপক্ষে ভারতের ‘এ’ দলের ৪৫৮ রান এখানে সবার ওপরে। ভারত ‘এ’ দলই ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে করেছিল ৪৩৩।
লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় স্কোরের বিশ্ব রেকর্ড ২০০৭ সালে গ্লস্টারশায়ারের বিপক্ষে সারের ৪৯৬ রান।
-
সেঞ্চুরিতে রাঙিয়ে শান্তই আছেন শান্ত
-
শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন
-
তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
-
কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
-
রিজওয়ান ও বোলারদের নৈপুণ্যে জিতল পাকিস্তান
-
শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
-
তামিমের হতাশাময় বিদায়, শান্তর নির্ভরতা
-
৫ বছরের জন্য নিষিদ্ধ আমিরাতের পেসার কাদির
সর্বাধিক পঠিত
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
- তামিমের ব্যাটিং ঝলকে বাংলাদেশের দারুণ সেশন
- টিভি সূচি (বুধবার, ২১ এপ্রিল ২০২১)
- শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন
- বার্সার ‘সুপার লিগ ভাগ্য’ সদস্যদের হাতে