পরিস্থিতি স্বাভাবিক হলেই বিশ্ব একাদশ-এশিয়া একাদশ ম্যাচ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Oct 2020 06:44 PM BdST Updated: 08 Oct 2020 07:05 PM BdST
করোনাভাইরাসের প্রকোপে মুজিব জন্মশতবর্ষের অনেক রাষ্ট্রীয় আয়োজন সংক্ষিপ্ত করতে হয়েছে, বেশ কটিই গেছে ভেস্তে। ক্রিকেটেও স্থগিত হয়ে গেছে বিশ্ব একাদশ ও অবশিষ্ট এশিয়া একাদশের টি-টোয়েন্টি সিরিজ। তবে বিসিবির পরিকল্পনায় এখনও ভালোমতোই আছে এই সিরিজ আয়োজনের ভাবনা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গত ২১ ও ২২ মার্চ ম্যাচ দুটি হওয়ার কথা ছিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। তার আগে ১৮ মার্চ হওয়ার কথা ছিল এ আর রহমানের কনসার্ট। কিন্তু কোভিড-১৯ রোগের কারণে পিছিয়ে যায় সব কিছু। দেশে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ ছিল লম্বা সময় ধরে।
সম্প্রতি দেশে ক্রিকেট কার্যক্রম আবার স্বাভাবিক করার চেষ্টা করছে বিসিবি। জাতীয় দলের ক্যাম্প চলছে। নিজেদের মধ্যে দুটি দুই দিনের ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা। রোববার শুরু হচ্ছে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট। এরপর আয়োজন করা হবে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ আয়োজনের আশা করছে বিসিবি।
সবকিছু স্বাভাবিক হতে শুরু করায় মুজিববর্ষের টি-টোয়েন্টি ম্যাচ দুটির ভাগ্য নিয়েও কৌতূহল জাগছে। বিসিসির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেটালেন সেই কৌতূহল।
“এখনও এটি আমাদের পরিকল্পনায় রয়েছে। কিন্তু আপনারা জানেন যে বিশ্বের সার্বিক পরিস্থিতির কারণে...মুজিব শতবর্ষ উদযাপনে আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা ছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে, অনুকূলে থাকলে, আমরা কিন্তু সেটাকে এখনও একেবারেই আমাদের পরিকল্পনার বাইরে নিয়ে যাইনি। আমাদের পরিকল্পনা সেভাবেই আছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এটা আয়োজন করার ভাবনা আছে।”
স্থগিত হওয়ার আগে দুই দলের ক্রিকেটারদের নামও প্রায় চূড়ান্ত করে ফেলেছিল বিসিবি। বিশ্ব একাদশে খেলার কথা ছিল কাইরন পোলার্ড, ক্রিস গেইল, ফাফ দু প্লেসি, জনি বেয়ারস্টো, অ্যালেক্স হেলস, নিকোলাস পুরান, ব্রেন্ডন টেইলর, আদিল রশিদের মতো ক্রিকেটারদের। অবশিষ্ট এশিয়া একাদশে নাম ছিল তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, শিখর ধাওয়ান, রিশাব পান্ত, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা রশিদ খান, মোহাম্মদ শামিদের। এক ম্যাচ করে খেলার কথা ছিল লোকেশ রাহুল ও বিরাট কোহলির।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- ‘স্মিথ রাজি থাকলে তাকেই অধিনায়ক করা উচিত’
- পান্তের অসাধারণ সেঞ্চুরিতে ভারতের লিড