অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার অপেক্ষা বাড়ল আফগানিস্তানের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Sep 2020 03:50 PM BdST Updated: 25 Sep 2020 03:50 PM BdST
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার অপেক্ষা আরও দীর্ঘ হলো আফগানিস্তানের। করোনাভাইরাস পরিস্থিতিতে সূচি জটিলতায় স্থগিত করা হয়েছে দুই দলের একমাত্র টেস্টটি।
অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের সীমিত ওভারের সিরিজটিও আপাতত হচ্ছে না। এক বিবৃতি দিয়ে শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, দুটি সিরিজই ২০২১-২২ মৌসুম পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।
প্রাথমিকভাবে আগামী ২১ নভেম্বর পার্থে শুরু হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া-আফগানিস্তানের দিবা-রাত্রির টেস্ট। কিন্তু কোভিড-১৯ রোগের প্রকোপে অগাস্টে পিছিয়ে দেওয়া হয় এই ম্যাচ। আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায়, আগামী ৭ ডিসেম্বর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে রশিদ খানের দল। এবার সেটি লম্বা সময়ের জন্য করা হলো স্থগিত।
আগামী জানুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরের কথা ছিল কিউইদের।
ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী নিক হকলি জানান, ২০২৩ সাল পর্যন্ত চলমান আইসিসির এফটিপির মধ্যেই দুটি সিরিজ আয়োজন করতে আশাবাদী তারা।
আফগানিস্তান ও নিউ জিল্যান্ড সিরিজ স্থগিত হলেও ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে তারা। আগামী ১৭ ডিসেম্বর চার ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হওয়ার কথা। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সূচি অবশ্য এখনও চূড়ান্ত হয়নি।
-
বাংলাদেশে ম্যাথিউস প্রথম, ৯৯ ও ১৯৯ রানেও তিনি একমাত্র
-
শ্রীলঙ্কাকে চারশর নিচে থামানোর পর তামিম-জয়ের দৃঢ়তা
-
ম্যাথিউস ১৯৯, শ্রীলঙ্কা ৩৯৭
-
ছেলের মুখ দেখে আইপিএলে ফিরলেন হেটমায়ার
-
ভারতের টি-টোয়েন্টি লিগে সালমা ও শারমিন
-
সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
-
‘এই উইকেটে প্রথম ইনিংসে বড় রান খুব গুরুত্বপূর্ণ’
-
‘শতভাগ বিশ্বাস ছিল, অনুশীলন ছাড়াই পারবে সাকিব’
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- শ্রীলঙ্কাকে চারশর নিচে থামানোর পর তামিম-জয়ের দৃঢ়তা
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
- পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- খুলনায় অস্ত্রের মুখে দুই বোনকে ‘দলবেঁধে ধর্ষণ’
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতাকে চড় মারলেন এনসিপি কর্মী