‘বাংলাদেশের তরুণরা এখন ১০০ টেস্ট খেলার স্বপ্ন দেখবে’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2020 02:04 AM BdST Updated: 18 Jan 2020 03:08 AM BdST
চাকচিক্য, অর্থ, খ্যাতি টি-টোয়েন্টি ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগে মেলে সবই। উঠতি ক্রিকেটাররা কেন আগ্রহী হবে তবে টেস্ট ক্রিকেটে? কঠিন এই বাস্তবতার সঙ্গে লড়াইয়ে বিসিবি দারুণ একটি পদক্ষেপ নিয়েছে বলে মনে করেন মুশফিকুর রহিম। বাংলাদেশের টেস্ট ম্যাচের ফি উল্লেখযোগ্য হারে বাড়ানোর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন দেশের সফলতম টেস্ট অধিনায়ক।
Related Stories
টেস্ট প্রতি বাংলাদেশের ক্রিকেটাররা আগে পেতেন সাড়ে তিন লাখ টাকা। কদিন আগে সেটি বাড়িয়ে করা হয়েছে ছয় লাখ টাকা। টেস্টের প্রতি ক্রিকেটারদের আগ্রহ বাড়ানোর এই উদ্যোগ দারুণ প্রশংসিত হচ্ছে সবার কাছেই।
বরাবরই টেস্ট ক্রিকেটের জন্য নিবেদিতপ্রাণ মুশফিক, পারিশ্রমিক নিয়ে সবসময় সবচেয়ে সোচ্চারদের একজনও। বিপিএল ফাইনাল শেষে তার সংবাদ সম্মেলনে উঠে এলো টেস্ট ম্যাচের ফি বাড়ানোর প্রসঙ্গ। মুশফিক বললেন, এই উদ্যোগ তরুণদের টেস্টের প্রতি নিবেদন বাড়াবে।
“আমার মনে হয়, এটি অবশ্যই ভালো ইঙ্গিত। শুধু সিনিয়র ক্রিকেটার হিসেবেই নয়, বাংলাদেশের একজন ক্রিকেটার হিসেবেও বলতে হবে, এটি অনেক বড় একটি পদক্ষেপ। আমাদের ক্রিকেটকে এটি উর্ধ্বমুখি করবে। তরুণ ক্রিকেটাররা যখন দেখবে, টি-টোয়েন্টি ক্রিকেট জাঁকজমকপূর্ণ হলেও টেস্টে খেলে ওইরকম ভালো পারিশ্রমিক পাওয়া যায়। সঙ্গে মর্যাদা তো এটির মতো কোনোটিই নেই, তখন তাদের ইচ্ছে বেশি জাগবে (টেস্ট খেলার)।”
“তারা ভাববে যে বাংলাদেশের পক্ষে ১০০টি টেস্ট খেলব বা ১০ হাজার রান করব, ৩০০ টেস্ট উইকেট নেব। এই আকাঙ্ক্ষাগুলো অনেকটাই কমে যাচ্ছিল। এদিক থেকে হলেও মানসিকতা বদলাবে।”
-
বাংলাদেশ-উইন্ডিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে দেরি
-
ফজলে মাহমুদের ৮৯, বোলিংয়ে উজ্জ্বল তানভির
-
ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
-
পটস-লিচদের মনোযোগ নাড়িয়ে সফল পান্ত
-
টেস্টে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো অ্যাগারের
-
নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
-
ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
-
দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- মুকুল বোস মারা গেছেন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন