মাহমুদউল্লাহকে ছাড়িয়ে সবচেয়ে বড় ছক্কা রাসেলের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2020 09:41 PM BdST Updated: 18 Jan 2020 03:07 AM BdST
সামনের পা সরিয়ে, ব্যাট উঁচিয়ে, চাবুকের মতো চালিয়ে দিলেন আন্দ্রে রাসেল। বল গিয়ে পড়ল পূর্ব গ্যালারির ওপরের তলার ওপরের দিকে। মোহাম্মদ আমিরের বলে বিশাল সেই ছক্কায় রাসেল ছাড়িয়ে গেলেন মাহমুদউল্লাহর ছক্কাকে। এবারের বিপিএলের সবচেয়ে বড় ছয় এলো রাসেলের ব্যাটে।
Related Stories
ফাইনালে শনিবার প্রথম ইনিংসের ১৯তম ওভারে ওই শট খেলেন রাসেল। টুর্নামেন্টের অফিসিয়াল ব্রডকাস্টারদের হিসেবে ছক্কাটি পেরিয়েছে ১১৫ মিটার!
এবারের আসরের আগের সবচেয়ে বড় ছক্কাটির ভ্রমণ ছিল ১১৩ মিটার। গত ১৮ ডিসেম্বর ঢাকা প্লাটুনের সালাউদ্দিন সাকিলের বলে চট্টগ্রামে সেই ছয় মেরেছিলেন মাহমুদউল্লাহ।
মাহমুদউল্লাহর সতীর্থ নুরুল হাসান সোহান চট্টগ্রামেই ১১০ মিটার লম্বা ছক্কা মেরেছিলেন সিলেট থান্ডারের বিপক্ষে। বড় ছয়ের তালিকায় এটি আছে তিনে।
পরের দুটি বড় ছক্কা এসেছে দুই বাঁহাতির ব্যাটে। কুমিল্লা ওয়ারিয়র্সের দাভিদ মালানের একটি ছক্কা ছিল ১০৯ মিটার, খুলনা টাইগার্সের রাইলি রুশোর ১০৮ মিটার।
অবশ্য এই হিসেবে ফাঁক আছে একটু। এবারের আসরের প্রথম দিনে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুস্তাফিজুর রহমানের একটি ডেলিভারিতে বিশাল এক ছক্কা মেরেছিলেন দাসুন শানাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের ছাদের শেষ দিকে পড়ে বল চলে গিয়েছিল মাঠের বাইরে। সেই ছক্কার আনুষ্ঠানিক দূরত্ব তখন দেখানো হয়নি।
-
লম্বা আইপিএলের পর এখনই টেস্ট খেলতে ‘চান না’ মুস্তাফিজ
-
‘কোনো কারণ ছাড়াই’ ঢাকায় আসছেন আইসিসি চেয়ারম্যান
-
স্পিনারের ‘ক্রাইসিস’, মিরপুরে মোসাদ্দেকের অফ স্পিনেই ভরসা
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়