বৃষ্টি নিয়ে দুর্ভাবনায় আফগানরা
ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Sep 2019 08:11 PM BdST Updated: 07 Sep 2019 08:46 PM BdST
ইন্টারনেটে কয়েকটা ক্লিকেই সব চলে এসেছে চোখের সামনে। তারপরও আরেকটু নিশ্চিত হতে চায় আফগানিস্তান দল। আবহাওয়ার পূর্বাভাসের বিভিন্ন ওয়েবসাইট জানাচ্ছে, চট্টগ্রাম টেস্টের শেষ দুই দিনেই অনেকটা সময় জুড়ে আছে বৃষ্টির শঙ্কা। আরও নিশ্চিত হতে স্থানীয় আবহাওয়া অফিসের কাছে আরও ভালো করে পূর্বাভাস জানতে চেয়েছে আফগানরা।
তৃতীয় দিনের খেলা শেষে আফগান ম্যানেজার নাজিম জার আব্দুর রহিমজাই জানালেন আবহাওয়া অফিসের দারস্থ হওয়ার খবর।
আবহাওয়ার সাইটগুলো যা জানাচ্ছে, রোববার সকাল থেকে সারাদিনই বৃষ্টির শঙ্কা তীব্র। সোমবারও সকাল থেকে আছে বৃষ্টি। সেদিন দুপুর তিনটার পর থেকে তীব্রতা কমতে পারে।
ম্যাচের বাস্তবতায় আফগানদের দারুণ এক জয় কেবল সময়ের ব্যাপার। কিন্তু সেই সম্ভাবনায় আক্ষরিক অর্থেই জল ঢেলে দিতে পারে চট্টগ্রামের আবহাওয়া।
দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করা আফগান ওপেনার ইব্রাহিম জাদরানের কণ্ঠেও শোনা গেল অনিশ্চয়তার কথা।
“আবহাওয়া নিয়ে তো আমাদের কিছু করার নেই। তবে দেখতে পাচ্ছি আবহাওয়া বদলাচ্ছে। কখনও একটু বৃষ্টি হচ্ছে, আবার আকাশ মেঘলা থাকছে। চতুর্থ দিনে আমরা ১০-১৫ ওভার ব্যাট করার চেষ্টা করব। প্রথম ইনিংসে ওদের ৬৪ ওভারে অলআউট করেছি। আবারও তেমন কিছুর আশা করছি আমরা।”
-
‘ব্যাটিং শুরুতে কখনও ভালো হচ্ছে না, কখনও মাঝে’
-
অজুহাত দিতে চান না তামিম
-
বাংলাদেশের হতাশার ব্যাটিংয়ের পর ব্র্যাথওয়েট-ক্যাম্পবেলের দৃঢ়তা
-
এক সেশনে ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
-
ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
-
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরি, অপেক্ষায় ওভারটন
-
ভালো সেশনে আক্ষেপ তামিমের আউট
-
কেয়ারির দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ে শেষ অস্ট্রেলিয়ার
সর্বাধিক পঠিত
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতু: এক নজরে
- বিশ্বকাপে দলগুলোর স্কোয়াডের আকার বাড়ল
- টানা ৩ সেঞ্চুরিতে মিচেলের ইতিহাস
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?