ইমরুলকে বাদ দেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2019 09:00 PM BdST Updated: 24 Jan 2019 12:50 AM BdST
মাত্র এক সিরিজ আগেই ইমরুল কায়েস গড়েছিলেন ইতিহাস। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন বাঁহাতি এই ওপেনার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের ব্যর্থতায় জায়গা হারান একাদশে। এবার ছিটকে গেলেন স্কোয়াড থেকেই। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, সাম্প্রতিক ফর্ম আর নিউ জিল্যান্ডের কন্ডিশন বিবেচনায় দলে জায়গা হয়নি ইমরুলের।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ইমরুল করেছিলেন ৩৪৯ রান। খেলেছিলেন ১৪৪, ৯০ ও ১১৫ রানের তিনটি দারুণ ইনিংস। কিন্তু পুরোপুরি নিষ্প্রভ ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রথম ম্যাচে করেন ৪, পরের ম্যাচে খুলতে পারেননি রানের খাতা। তৃতীয় ম্যাচে জায়গা হারান একাদশে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মিনহাজুল জানান, বিশ্বকাপের জন্য ইমরুল এখনও তাদের পরিকল্পনায় ভালোভাবেই আছেন।
“বর্তমান ছন্দ ও (নিউ জিল্যান্ডের) কন্ডিশন চিন্তা করে ওকে বাদ দেয়া হয়েছে। তবে ও আমাদের বিশ্বকাপের ৩২ জনের পুলে আছে। নিউ জিল্যান্ড সিরিজে যারা খেলবে না তাদের এখানে প্রন্তুত করা হবে। সামনে আয়ারল্যান্ড সফর আছে। পরপরই হবে বিশ্বকাপ, সুতরাং প্রতিটা খেলোয়াড়কেই দেখভাল করা হবে।”
২০১০ সালে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে নিউ জিল্যান্ডে সেঞ্চুরি করেছিলেন ইমরুল। সবশেষ নিউ জিল্যান্ড সফরেও খুব একটা খারাপ করেননি। ২০১৬ সালের ডিসেম্বরে ওয়ানডে সিরিজে খেলেছিলেন ১৬, ৫৯ ও ৪৪ রানের তিনটি ইনিংস।
দেশের মাটিতে গত বছরের শেষ দিকে ওয়ানডে সিরিজের আগে মধুর সমস্যায় পড়ে বাংলাদেশ। ছন্দে ছিলেন ইমরুল, সৌম্য সরকার, লিটন দাস। চোট কাটিয়ে ফিরেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। স্বাগতিকরা খেলিয়ে দেয় চার ওপেনারকেই। তবে পরিকল্পনা সফল না হওয়ায় সিদ্ধান্ত থেকে সরে আসে টিম ম্যানেজমেন্ট।
এশিয়া কাপে মিডল অর্ডারে বেশ সফল ছিলেন ইমরুল। প্রধান নির্বাচক জানান, নিউ জিল্যান্ডে এই পজিশনে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সাব্বির রহমানকে চাওয়ায় ছিটকে যেতে হয় বাঁহাতি এই ব্যাটসম্যানকে।
“টিম ম্যানেজমেন্ট থেকে চেয়েছে এমন একজনকে যে ছয়/সাত নম্বরে নেমে পেস বোলারদের ভালোভাবে সামলাতে পারবে। সে বিবেচনায় ইমরুলের জায়গায় সাব্বির দলে এসেছে।”
-
একই দলে খেলতে পারেন কোহলি-বাবররা
-
পিসিবির চুক্তিতে ফিরলেন নাসিম-হায়দার
-
‘বাটলার-ম্যাক্সওয়েলদের মতো দীর্ঘকায় ক্রিকেটার নেই আমাদের’
-
টি-টোয়েন্টি দলে যুক্ত হলেন মিরাজ-তাসকিন
-
উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব
-
মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
-
পিজেএলে মেন্টর হলেন মিয়াঁদাদ-আফ্রিদি-মালিক-স্যামি
-
লায়নের ৫ উইকেটের পর চাপে অস্ট্রেলিয়াও
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব